বুধবার ● ২৫ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ট্রাফিক বিভাগে দুই ধরনের জ্যাকেট
গাজীপুরে ট্রাফিক বিভাগে দুই ধরনের জ্যাকেট
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১১ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৫০মিঃ) হয়রানি রোধ, সহজে ট্রাফিক সার্জেন্ট চিহ্নিত করার জন্য দুই রংয়ের জ্যাকেট চালু করেছে গাজীপুরের ট্রাফিক বিভাগ৷
২৫ মে বুধবার গাজীপুরের ট্রাফিক বিভাগের সকল সদস্যদের মাঝে এই জ্যাকেট বিতরণ করা হয়েছে৷
এদিকে, ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, সামনে পবিত্র রমজান মাসে পণ্যবাহী গাড়ি চলাচল নিশ্চিত করতে সুনির্দিষ্ট কোনো তথ্য ছাড়া কোনো ট্রাক, কাভার্ড ভ্যান, মালবাহী গাড়িসহ ভারী যানবাহন সিগন্যাল দেয়াও যাবে না৷ পুলিশ সদর দফতরের সিদ্ধান্ত মোতাবেক ট্রাফিক বিভাগের সকল সদস্যকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে৷
তিনি আরও জানান, এখন থেকে টিয়া ও কমলা রং এই দুই ধরনের জ্যাকেট পরে ট্রাফিক বিভাগের সদস্যরা তাদের দায়িত্ব পালন করবেন৷ পোশাকের উপর দিয়ে টিয়া রংয়ের জ্যাকেট পড়বে সার্জেন্ট বা তার উপরের র্যাংকের অফিসারবৃন্দ৷ কমলা রং এর জ্যাকেট পরিধান করবে সার্জেন্ট র্যাংকের এর নিচের পদবি এটিএসআই ও কনস্টেবলরা৷
এ ব্যবস্থা নেয়ার ফলে চালকদের হয়রানি কমবে বলে আশা প্রকাশ করে গাজীপুর ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন বলেন, কে মামলা দিতে পারবে, কে পারবে না এটি সাধারণ ড্রাইভার বা জনসাধারণ বুঝতে পারেন না৷ কারণ অনেক সময় তারা র্যাংক ব্যাজ বুঝেন না৷
তিনি বলেন, টিয়া রংয়ের জ্যাকেট পরিহিতরা হলেন সার্জেন্ট৷ চালক ও জনসাধারণ এটি এখন সহজেই চিনতে পারবে৷ কমলা রং এর জ্যাকেট পরিহিত কেউ মামলার জন্য গাড়ির কাগজপত্র চাইতে পারবে না৷ কমলা রং এর জ্যাকেট পরিহিত অবস্থায় কোনো ট্রাফিক সদস্য মামলার জন্য কাগজপত্র চাইলে সরাসরি অভিযোগ করতে পারবেন এএসপি ট্রাফিক এর এই ০১৭৬৯৬৯০৪২০ নম্বরে৷