বুধবার ● ২৫ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরদীতে স্বতন্ত্র প্রাথী সেলিমের সাংবাদিক সম্মেলন
ঈশ্বরদীতে স্বতন্ত্র প্রাথী সেলিমের সাংবাদিক সম্মেলন
অশোক কুমার রায় ,ঈশ্বরদী প্রতিনিধি :: (১১ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.২০মিঃ) আসন্ন ২৮মে ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা স্বতন্ত্র প্রাথীর প্রচারণায় বাধা প্রদান, পোস্টার ছেড়া, নির্বাচনী অফিস ভাংচুর, জীবন নাশে হুমকি ও নির্বাচনের দিন কেন্দ্র দখলের হুমকি প্রদানের প্রতিবাদে এবং সুষ্ঠ নিরপেক্ষ ভোট গ্রহনের পরিবেশ সৃষ্টির দাবিতে সাংবাদিক সম্মেলন করা হয়েছে৷ বীর মুক্তিযোদ্ধা ও পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক স্বতন্ত্র চেয়ারমা্যন প্রার্থী মোস্তাফিজুর রহমান সেলিমের রুপুরস্থ নিজ বাড়িতে মঙ্গললবার সন্ধ্যাপূর্ব সময়ে আয়োজিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সেলিম। তিনি বলেন, আসন্ন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এনামুল হক বিশ্বাসের ভরাডুবি হবে৷ আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে৷ আমি বিপুল ভোটে বিজয়ী হবো৷ এ পর্যন্ত ১১ দিন ১১ বার আমার এবং আমার কর্মীদের ওপর হামলা ও নির্বাচনী কাজে বাধা দেওয়া হয়েছে। আমার প্রতিদ্বন্দীতা হবে মূলত বিএনপির প্রার্থী তপন সরদারের সাথে৷ নির্বাচনে পরাজিত হলেও আমি আওয়ামীলীগের রাজনীতি করব এবং বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে যাব৷ আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ প্রার্থী এলাকায় ত্রাশের রাজত্ব কায়েম করেছে৷ আমার নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ প্রার্থী ও সমর্থকরা যা যা ঘটিয়েছে তার বিশদ বিবরণ ও অভিযোগ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, র্যাব-১২ কার্যালয়, জেলা নির্বাচন অফিসার , উপজেলা নির্বাহী অফিসার, ঈশ্বরদী ও পাবনা প্রেসক্লাবে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ দাখিল করেছি৷
তিনি পাকশী ইউনিয়নবাসীর নিকট ভোট প্রত্যাশা করে তাকে বিজয়ী করার জন্য সকল মহলকে সুষ্ঠভোট প্রয়োগের পরিবেশ সৃটির জন্য এগিয়ে আসার আহবান জানান।