বুধবার ● ২৫ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে ঘুষের টাকা ফেরত্ দেওয়ার দাবিতে মানববন্ধন
বিশ্বনাথে ঘুষের টাকা ফেরত্ দেওয়ার দাবিতে মানববন্ধন
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি ::(১১ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৩০মিঃ) সিলেটের বিশ্বনাথে এসিল্যান্ড-তহসিলদার কর্তৃক মালামাল লুটপাঠ ও ঘুষের টাকা ফেরত্ দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ উপজেলার বাসিয়া নদীর ব্রীজের উপর ২৫ মে বুধবার সকালে ‘বিশ্বনাথ নতুন বাজার ক্ষুদ্র ব্যবসায়ী ও সর্বস্থরের জনসাধারণ’র ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়৷ প্রশাসন কর্তৃক নানামুখী চাপের কারণে মানববন্ধনটি দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ অনেকটা বাধ্য হয়েই সকাল বেলা মানববন্ধনটি আয়োজন করেছেন বলে অভিযোগ রয়েছে৷
নতুন বাজারের ব্যবসায়ী ময়না মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী জুনাব আলী, হাবিবুর রহমান হাবিব, আবুল হোসেন, জমসেদ আলী, বদরুল আলম৷ মঙ্গলবার সকালে বিশ্বনাথ নতুন বাজারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল হক’র নেতৃত্বে অনুষ্ঠিত ভ্রাম্যমান আদালত ডানে-বামে থাকা অবৈধ স্থাপনা বহাল রেখে মধ্যস্থান থেকে ৫টি দোকান কোঠা উচ্ছেদ ও সেই দোকানগুলোতে থাকা প্রায় ১২ লাখ টাকার মালামাল লুটপাঠ করার অভিযোগে ওই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে৷
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন নতুন বাজারের বিভিন্নস্থরের ব্যবসায়ী’সহ বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ৷
মানববন্ধনে বক্তারা বলেন, তহসিলদার অনিল সিংহ’র মাধ্যমে এসিল্যান্ডের দাবি করা ঘুষের ৪ লাখ টাকা পরিশোধ না করার কারণে ডানে-বামে এমনকি পাকাকৃত অবৈধ স্থাপনা রেখে শুধুমাত্র আমাদের ৫টি দোকান কোঠা উচ্ছেদ করা হয়েছে৷ অথচ দোকান কোঠাগুলোর জায়গা বন্দোবস্ত পাওয়ার জন্য আমরা লিখিত আবেদন করেছি৷ এরপরও প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে কোন প্রকারের নোটিশ পর্যন্ত দেওয়া হয়নি৷ আমাদের দোকান কোঠাগুলোতে থাকা প্রায় ১২ লাখ টাকার মালামাল লুটপাঠ করা হয়েছে৷
মানববন্ধনে বক্তারা আরোও বলেন, আমরা যাতে মানববন্ধন আয়োজন করতে না পারি সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নানামুখী হুমকিও প্রদান করা হয়েছে৷ আগামী ৭ দিনের মধ্যে বিশ্বনাথ থেকে এসিল্যান্ড আবদুল হক ও তহসিলদার অনিল সিংহ’কে অপসারণ না করা হলে আরোও কঠোর আন্দোলন শুরু করা হবে বলে মানববন্ধনে বক্তারা বলেন৷