বুধবার ● ২৫ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে পুলিশের সোর্স খুনের ঘটনায় মামলা
গাজীপুরে পুলিশের সোর্স খুনের ঘটনায় মামলা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১১ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৪০মিঃ) গাজীপুরের টঙ্গীতে পুলিশের সোর্স কুতুব উদ্দিন (৩২) খুনের ঘটনায় মামলা হয়েছে৷
২৪ মে মঙ্গলবার রাতে নিহতের পিতা মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে টঙ্গী থানায় ১৪ জনের নাম উলেস্নখ এবং অজ্ঞাত আরো ৭-৮ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন৷
টঙ্গী থানার ডিউটি অফিসার এএসআই দীলিপ চন্দ্র সরকার আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন৷
মামলা সূত্রে জানা গেছে, আসামিরা আমতলী এলাকার প্রতিবেশী এবং তারা মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত রয়েছে৷ কুতুব উদ্দিন তার বাবার সাথে জুতার ব্যবসা করতেন৷
মামলার আসামি সুজনের কাছ থেকে ৬০ হাজার টাকা পেতেন৷ ওই টাকা চাইলে সুজন তা না দিয়ে বিভিন্ন সময় মেরে ফেলার হুমকি দিতেন বলেও কুতুব তার বাবাকে জানিয়েছিলেন৷
২৩ মে সোমবার দিবাগত রাত ৩টার দিকে মামলার প্রধান আসামি আনোয়ার হোসেন ও আসামি জামাল, কসাই শহিদের মোবাইল থেকে কুতুবকে ফোন করে সুজনের কাছে পাওনা টাকা নিয়ে যেতে বলে৷ পরে কুতুব তাদের আমতলীর বাসা থেকে বের হয়ে যায়৷ এর পরে আর বাসায় ফেরেননি তিনি৷
২৪ মে মঙ্গলবার সকাল ৬টার দিকে কুতুবকে টিএন্ডটি মোড় বাজার এলাকায় একটি দর্জির দোকানে ফেলে ওই আসামিরা কুপিয়ে খুন করে৷
এ ঘটনায় জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি৷
নিহত কুতুব ঢাকার নবাবগঞ্জের বাঘাদুয়ার এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে৷ টঙ্গীর আমতলী এলাকায় আব্দুল মজিদ মিয়ার বাসায় ভাড়া থেকে তারা সপরিবারে বসবাস করতেন৷
টঙ্গী থানার ওসি মোঃ ফিরোজ তালুকদার আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, নিহত কুতুব টঙ্গী থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন৷ এর আগেও তাকে একবার দুর্বৃত্তরা কুপিয়েছিল৷