বৃহস্পতিবার ● ২৬ মে ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » যুবদের সকল উন্নয়ন মুলক কর্মকান্ডের সাথে যুক্ত করতে হবে : মাটিরাঙ্গায় ক্রীড়া প্রতিমন্ত্রী
যুবদের সকল উন্নয়ন মুলক কর্মকান্ডের সাথে যুক্ত করতে হবে : মাটিরাঙ্গায় ক্রীড়া প্রতিমন্ত্রী
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১২ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৩০মিঃ) দেশের সকল যুবদের উন্নয়ন মুলক কর্মকান্ডের সাথে যুক্ত করতে হবে উল্লেখ করে সারা দেশের ন্যায় পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাকে যে কোন উপায়ে সরকারের ন্যাশনাল সার্ভিসের আওতায় আনার আশ্বাস প্রদান করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার এমপি৷ তিনি মাটিরাঙ্গায় খেলাধুলার উন্নয়নে একটি মিনি ষ্টেডিয়াম নির্মাণের প্রত্যয় ব্যক্ত করে ৩ একর ভূমির কাগজপত্র সম্পন্ন করে তার দপ্তর বরাবরে অঅবেদন পত্র উপস্থাপনের জন্য উপস্থিত সকল জনপ্রতিনিধি ও জেলা উপজেলা প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করেন৷
তিনি জেলার মাটিরাঙ্গায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২৬ মে দুপুরে মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবুন্ধ টি -২০ ক্রিকেট টুর্ণামেন্ট’২০১৬ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন ৷
এ সময়ে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, খাগড়াছাড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আবদুন নুর, পিএসসিটি ই খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মজিদ আলী বিপিএম ও মাটিরাঙ্গার ইউএনও বি এম মশিউর রহমান প্রমুখ৷
ক্রীড়া অনুষ্ঠানের সভাপতি খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এর বক্তব্য প্রদান শেষে প্রধান অতিথি অতিথিদের সাথে নিয়ে প্রথমে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা ফজিলাতুননেছা ফুটবল টুর্ণামেনন্ট’২০১৬ এর চ্যম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রপি ও পুরস্কার বিতরণ করেন৷
অনুষ্ঠানের প্রধান আকর্ষন বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৬ এর চ্যম্পিয়ন দল ৪০ বিজিবির হাতে চ্যম্পিয়ন ও রানার্সআপ দল দুর্বিন একাদশের হাতে রানার আপ ট্রপি তুলে দেন৷ এছাড়াও বিজয়ী দলকে ২০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ৫ হাজার টাকা এবং সেরা খেলায়ার (টুর্ণামেন্ট) ৩ হাজার টাকা ও সেরা খেলোয়ারকে ২ হাজার টাকার চেক প্রদান করেন৷