শুক্রবার ● ২৭ মে ২০১৬
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বিশ্বনাথে সেতুর ওপর ভাসমান ফলের হাট !
বিশ্বনাথে সেতুর ওপর ভাসমান ফলের হাট !
বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে “বাসিয়া সেতুর” ওপর ভাসমান ব্যবসায়ীরা ফুটপাত দখলে করে বসিয়েছে অস্থায়ী গ্রীষ্মকালিন ফলের হাট৷ প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ ফলের হাট বসে৷ ফলে সেতুর দুটি ফুটপাত ভাসমান ব্যবসায়ীদের দখলে রয়েছে৷ ফলে পথচারিদের পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ৷
উপজেলা সদরের দুটি বাজারের ব্যবসায়ীরা জানান, বাসিয়া সেতুর ওপর অস্থায়ীভাবে গ্রীষ্মকালি মৌসুম ফল বিক্রি করা হচ্ছে৷ যার ফলে স্থানীয় ব্যবসায়ীদের তেমন কোনো ফল বিক্রি হচ্ছে৷ তারা সেতুর ওপর অস্থায়ী ফলের হাট তোলে দেয়ার জন্য সংশিস্নষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন৷
সরেজমিনে বাসিয়া সেতুর ওপর ঘুরে দেখা যায়, সেতুর ফুটপাতের মধ্যে প্রায় ১৫টি ভাসমান অস্থায়ী ফলের দোকান রয়েছেন৷ এরপর আরোও ৭-৮টি বিভিন্ন ধরনের ভাসমান দোকান রয়েছে৷ ফুটপাত দখলে করে ভাসমান ব্যবসায়ীরা নির্ভয়ে ব্যবসা করে আসছেন৷ তবে প্রচন্ড গরমে থাকায় ক্রেতার সংখ্যা অন্যান্য দিনের চেয়ে অনেক কম৷ বাসিয়া সেতুর ফুটপাত ফল ব্যবসায়ীদের দখলে থাকায় পথচারি-বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে সড়কের ওপর দিয়ে চলাচল করতে দেখা যায়৷
সেতুর ওপর লেচু ব্যবসায়ী মনির মিয়া বলেন, গত দুই সপ্তাহ ধরে তিনি এখানে ব্যবসা করে আসছেন৷ তবে কেউ বাঁধা না দেয়ায় তিনি নির্ভয়ে ব্যবসা করছেন বলে জানান৷
অপর ব্যবসায়ী কামাল আহমদ বলেন, কাউকে টাকা দিয়ে এখানে ব্যবসা করছি না৷ সেতুর ওপর সবাই ব্যবসা করে আসছে৷ তাই গ্রীষ্মকালিন কিছু ফল নিয়ে বসে আছি৷ ব্যবসা মোটামুটি ভালই হচ্ছে৷
লিচু ক্রেতা মানিক মিয়া বলেন, প্রতিদিন বাসিয়া সেতুর ওপর ভাসমান ব্যবসায়ীরা ব্যবসা করে আসছেন৷ এখানে কম দামে বিভিন্ন ফল পাওয়া যায়৷