রবিবার ● ১১ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » শেরপুরে শারদীয়া দূর্গাপুজার প্রস্তুুতি চলছে
শেরপুরে শারদীয়া দূর্গাপুজার প্রস্তুুতি চলছে
শেরপুর প্রতিনিধি :: হিন্দু ধর্মলম্বীদের মহা উত্সব শারদীয় দুর্গেত্সব উদযাপনের জন্য শেরপুরে বিভিন্ন স্থানে শারদীয়া দূর্গাপুজার ব্যাপক প্রস্তুুতি চলছে ৷
পূজা মন্ডব গুলোকে সাজসজ্জার কাজ ও মন্ডপের ডেকোরেশনের কাজ এছাড়াও পূজা মন্ডপের বাইরে দৃষ্টি নন্দন তরূন নির্মানসহ পুরদমে কাজ চলছে ৷ এই বছর জেলার পাঁচ উপজেলায় ১৪২ টি পূজা মন্ডপে স্বারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে ৷ পূজা উপলক্ষে সব
বয়সী নারী-পুরুষ ও শিশু কিশোররা কেনা কাটাতে ব্যস্ত রয়েছে ৷ আর এই দূর্গা উত্সবকে গিরে শেরপুরে এখন উত্সবের আমেজ বিরাজ করছে ৷ প্রতিমা শিল্পীরা জানান মাটির কাজ শেষ করে এখন চলছে প্রতিমার গায়ের রংয়ের কাজ চলছে ৷ সব শেষে
কাপড় ও অলংকার দিয়ে সাজানো হবে বলে জানান ৷ এদিকে প্রতিমা শিল্পীরা অভিযোগ করে বলেন সব কিছুর দাম বারলেও
একজন প্রতিমা শিল্পীর ন্যাজ্য পারিশ্রমিক না পাওয়ায় অসন্তুষ্টি প্রকাশ করেন ৷ স্বারদীয় দূর্গাত্সবকে যথাযথ মর্যাদায় পালন করান জন্য সবার সহযোগিতা কামনা করেন শেরপুর জেলা পূজা উত্যাপন পরিষদের সভাপতি দেবাশীষ রায় ৷ আপলোড : ১১ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বেলা ১.১০মিঃ