শুক্রবার ● ২৭ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » খালেদাকে গ্রেফতারের চিন্তা নেই : গাজীপুরে সড়ক ও সেতুমন্ত্রী
খালেদাকে গ্রেফতারের চিন্তা নেই : গাজীপুরে সড়ক ও সেতুমন্ত্রী
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৩ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৪০মিঃ) সরকার খালেদা জিয়াকে গ্রেফতারের ষড়যন্ত্র করছে বিএনপির এমন অভিযোগ নাকচ করে দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়াকে গ্রেফতারে সরকারের কোনো রাজনৈতিক চিন্তাভাবনা নেই৷’
মন্ত্রী ২৭ মে শুক্রবার সকালে গাজীপুরের টেকনগপাড়া এলাকায় বিআরটিসির বাস ডিপো ও সালনা এলাকায় অবৈধ কয়েকটি লেগুনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান আকস্মিকভাবে পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন৷
ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়াকে নিয়ে বিএনপির কয়েকজন নেতা বলছেন যে, সরকার তাকে গ্রেফতারের চক্রান্ত করছে৷ কিন্তু সরকারের একজন মন্ত্রী হিসেবে যতদূর জানি, খালেদা জিয়াকে গ্রেফতারে সরকার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে চিনত্মাভাবনা করছে বলে আমার জানা নেই৷’
মন্ত্রী এ সময় জানান, বিআরটিসি বাস ডিপো পরিদর্শন করে এখানে বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে৷ এসব ব্যাপারে বিআরটিসির চেয়ারম্যানকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ এ ছাড়া বাস ডিপোর ম্যানেজারকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়েছে৷
এ সময় সালনা এলাকার কয়েকটি লেগুনা উত্পাদন কারখানা বন্ধে এবং অবৈধ এসব যানবাহন সিল করতে পুলিশ প্রশাসনকে নির্দেশনা দিয়ে মন্ত্রী কারখানা উচ্ছেদে বিআরটিএর ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন৷
এ সময় মন্ত্রীর সাথে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) শাখাওয়াত হোসেনসহ সড়ক জনপথ ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷