শুক্রবার ● ২৭ মে ২০১৬
প্রথম পাতা » পাবনা » শনিবার ঈশ্বরদীতে সাত ইউনিয়নে ভোট গ্রহন
শনিবার ঈশ্বরদীতে সাত ইউনিয়নে ভোট গ্রহন
ঈশ্বরদী প্রতিনিধি :: (১৩ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৪০মিঃ) সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারনা বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হয়েছে ৷ এখন শুধু ভোট গ্রহণের অপেক্ষা ৷ আগামিকাল শনিবার দিনব্যাপি ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ৷ ঈশ্বরদী নির্বাচন অফিস সূত্র জানায় , নির্বাচন সুষ্ঠু করতে ইতিমধ্যে উপজেলা নির্বাচন অফিস সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ৷ ঈশ্বরদীর সাত ইউনিয়নের ৭৫টি ভোট কেন্দ্রর ৫১৫টি বুথে ভোট গ্রহণ করা হবে ৷ নির্বাচনে ৪ জন রিটার্নিং অফিসার,৭৫ জন প্রিজাইডিং অফিসার, ১০৩০ জন পোলিং অফিসার ও ৫১৫ জন সহকারি পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন ৷ ঈশ্বরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন জানান, নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সমাপন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে ৷ আইন শৃঙ্খলা রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা প্রদান করা হয়েছে ৷ এদিকে সাত ইউনিয়নে জয়ী হওয়ার আশায় জোর তত্পরতা চালাচ্ছে আওয়ামী লীগ ৷ নির্বাচনে বিজয়ী হওয়া দলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে ৷ এজন্য দলীয় প্রার্থীদের বিজয়ী করতে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছে আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ৷ অন্যদিকে বিএনপিও বিজয়ী হওয়ার জন্য দিনরাত গনসংযোগ ও পথসভাসহ বিভিন্ন কর্মসুচি পালন করেছে ৷ তবে বিএনপির আশা শুধু সুষ্ঠুভাবে যেন ভোট গ্রহন অনুষ্ঠিত হয় ৷