শনিবার ● ২৮ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে ইউপি নির্বাচনে ব্যাস্ত সময় পার করছেন প্রার্থীরা
কাউখালীতে ইউপি নির্বাচনে ব্যাস্ত সময় পার করছেন প্রার্থীরা
মোঃ ওমর ফারুক,কাউখালী :: (১৪ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৪০মিঃ) পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী উপজেলার আসন্ন চার ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৪ জুন ২০১৬ অনুষ্ঠিত হবে, এজন্য কাউখালী উপজেলার ৪ ইউনিয়নের চেয়ারম্যান,মেম্বার,মহিলা মেম্বার প্রার্থীরা ব্যাস্ত সময় পার করে চলেছেন৷
নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, রাঙামাটি জেলার ১০ উপজেলার ৪৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন বাংলাদেশ নির্বাচন কমিশন ৬ষ্ঠ ধাপে পেলেন ৷ যার ফলে কাউখালী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ষ্ট ধাপের ৪জুন অনুষ্ঠিত হবে ৷ তারমধ্যে ১নং বেতবুনিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী মোট ৩জন, আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী খইচা বাই তালুকদার (নৌকা) প্রতীক , বিএনপি সমর্থীত প্রার্থী মোঃ শওকত হোসাইন (ধানের ছড়া) প্রতীক , স্বতন্ত্র প্রার্থী মোঃ জাকির হোসেন (আনারস) প্রতীক , ২নং ফটিক ছড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১জন আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ সমর্থীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ধন কুমার চাকমা (আনারস) প্রতীক , ৩নং ঘাগড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী ৪জন আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী মোঃ বেলাল উদ্দিন(নৌকা) প্রতীক, বিএনপি সমর্থীত প্রার্থী মোঃ খুরশেদ আলম সওদাগর (ধানের ছড়া) প্রতীক, ইউপিডিএফ সমর্থীত প্রার্থী জগদীশ মাষ্টার (আনারস) প্রতীক, স্বতন্ত্র প্রার্থী শান্তি মনি চাকমা (ঘোড়া) প্রতীক, ৪নং কলম পতি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী মোট ২জন, আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ক্যাজাই মারমা (নৌকা) প্রতীক, বিএনপি সমর্থীত প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম (ধানের ছড়া) প্রতীক৷ পুরুষ মেম্বার প্রার্থী মোট ৯২ জন ৷
এছাড়া সংরক্ষিত আসনে মহিলা মেম্বার প্রার্থী মোট ২৪জন বলে জানান ৷
নির্বাচনকে ঘিরে কাউখালী উপজেলার সর্বত্র ছেয়ে গেছে চেয়ারম্যান,মেম্বার,সংরক্ষিত আসনের প্রার্থীদের পোষ্টার, ব্যানার,ফেস্টুন সেই সাথে প্রার্থীরা চষে বেড়াঁচ্ছেন পাড়া থেকে মহল্লা, মহল্লা থেকে গ্রাম ৷ দিন রাত শুধু নির্বাচনী প্রচারনা ৷ চেয়ারম্যান, মেম্বার প্রার্থীরা সেই সাথে তাদের সমর্থকদেরও যেন চোখে ঘুম নেই ৷ প্রতিটি প্রার্থীরা সারাক্ষনই এই উপজেলার ৪টি ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ী এলাকার বিভিন্ন পাড়ায়,মহল্লায়, গ্রামে ভোট ছেয়ে বেড়াঁচ্ছেন৷সেই সাথে চলছে মাইকে প্রার্থীদের প্রচারনা ৷
সরেজমিনে গুরে দেখা যায়,উপজেলার চার ইউনিয়নের প্রায় এলাকায় প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারনা স্বাচ্ছন্ধে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের কাছে কাছে ৷ কেউ কেউ ভোটাদের কাছে দোয়া ছেয়ে বেড়াচ্ছেন ৷ বেতবুনিয়া পশ্চিম মনাই পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা সুই ক্রা চিং মারমা বলেন আমাদের এলাকায় প্রার্থীরা আসেন সভাই আমাদের কাছে ভোট ছেয়ে যান ৷ বেতবুনিযা ইউনিয়ন পরিষদ চেয়াম্যান প্রার্থী খইচা বাই তালুকদার বলেন আমাকে দলীয়ভাবে আওয়ামীলীগ থেকে প্রার্থী হিসাবে নমিনেশন দেওয়া হয়,আমি আমার এলাকায় ভোটারদের আর্শিবাদে জয়ী হবো বলে আমার বিশ্বাস ৷ অপর চেয়ারম্যান পদপ্রার্থী (স্বতন্ত্র) মোঃ জাকির হোসেন বলেন আমি আশাবাদী বেতবুনিয়া এলাকার জনগনের ভোটে আমি নির্বাচিত হবো ৷ কলমপতি ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন,কলমপতি ইউনিয়নের জনগনের দোয়ায় আমি নির্বাচিত হবো ৷ কলমপতির মাঝের পাড়ার বাসিন্দা উক্রই মারমা বলেন ভোট হলো খুশির বিষয় আমি যাকে ভাল লাগে তাকে ভোট দিব ৷
আমি কারো কথায় কাউকে ভোট দিবনা৷ ঘাগড়া ইউনিয়নের চেলা ছড়ার বাসিন্দা রুপন চাকমা বলেন অন্য কথা আমরা ইউপিডিএফ,জেএসএস,আওয়ামীলীগ, বি এনপি বুঝিনা আমরা বুঝি ভোট হলো জনগনের গনতান্ত্রিক অধিকার যাকে খুশি তাকে দিব ৷ আমর চাই যার দ্বারা আমাদের এলাকার জনগনের উন্নয়ন হবে আমরা তাকেই ভোট দিব ৷
ঘাগড়া কলাবাগান এলাকার ভোটার মোঃ জাফর বলেন আমরা চাই যে জনগনের সেবক হবে যার দ্বারা আমাদের সুখে দুখে তাকে সব সময় কাছে পাবো তাকেই আমরা ভোট দিব৷ ঘাগড়া ইউনিয়নের ১,২,৩ সংরক্ষিত আসনের (মহিলা) প্রার্থী বর্তমান মেম্বার জোসনা বেগম বলেন, গতবার জনগন আমাকে ভালবেসে ভোট দিয়ে নির্বাচিত করে মহিলা মেম্বার বানিয়েছেন আশা রাখি এবারও জনগন আমাকে ভালবেসে ভোট দিয়ে নির্বাচিত করবেন ৷ আমি খুবই গরীব কিন্তু গত পাচঁ বছওে যতটুকু পেরেছি জনগনের সেবা করার চেষ্ঠা করেছি ৷
অপর দিকে ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী শান্তি মুনি চাকমা বলেন জনগণ যাকে ভাল মনে করেন যাকে সব সময় কাছে পায় তাকেই নির্বাচিত করবেন৷ এ প্রসংগে অপর চেয়ারম্যান প্রার্থী (আওয়ামীলীগের) মোঃ বেলাল উদ্দিন বলেন আমাকে দল থেকে নমিনেশন দেওয়া হয়েছে আমি এ এলাকার সন্তান আমার দৃড় বিশ্বাস ঘাগড়া এলাকার জনগন আমার অতীত জীবনের কর্মকান্ড ভালবেসে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে আগামী দিনে জনগনের পাশে দাড়ানোর সুযোগ দিবে বলে আমার দৃড় বিশ্বাস ৷
কাউখালী উপজেলার বর্তমান ইউপি নির্বাচন প্রসংগে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতক দল ইউপিডিএফ কাউখালী উপজেলার আহবায়ক এ্যাডভোকেট কার্তিক চাকমা বলেন, আমরা ২নং ফটিকছড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ধনকুমার চাকমাকে এবং ঘাগড়া ইউনিয়নে জগদীশ মাষ্টারকে দলীয়ভাবে সমর্থন দিয়েছি ৷
এ প্রসংগে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস ) কাউখালী উপজেলা শাখার সভাপতি সুবাস চাকমা বলেন,আমরা ঘাগড়া ইউনিয়ন পরিষদে শান্তি মনি চাকমাকে সমর্থন দিয়েছি দলীয় সিদ্ধান্তে আমরা আশা রাখি শান্তি পুর্ন সুষ্ঠ নির্বাচন হলে আমাদের সমর্থীত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে আমরা আশাবাদি ৷ বিএনপি কাউখালী উপজেলা শাখার সভাপতি মোঃ জসিম উদ্দিন খোকন বলেন, আমরা হাই কমান্ডের নির্দেশে কাউখালী উপজেলার ৪টি ইউনিয়নের ৩টি ইউনিয়নে ৩জন চেয়ারম্যান প্রার্থী দিয়েছি ৷ ফটিকছড়ি ইউনিয়নে আমরা কোন প্রার্থী দেইনি ৷ আমরা আশাবাদি সুষ্ঠ,সুন্দর,নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই আমাদের দলীয় চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হবে বলে আমাদের বিশ্বাস ৷
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসংগে আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ বেলাল উদ্দিন বলেন,আমরা প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও গনতন্ত্রকে আরো সমুন্নত রাখতে দলীয়ভাবে যে সিদ্ধান্ত দিয়েছেন আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি ৷ আশা রাখি কাউখালীতে যাদেরকে দলীয় নমিনেশন (নৌকা প্রতীক) দেয়া হয়েছে তাদেরকে জনগন ভালবেসে ভোট দিয়ে নির্বাচিত করবেন ৷ এবং গনতন্ত্রেও স্বাধ গ্রহন করবেন ৷
পরিশেষে কাউখালী উপজেলার ৪ ইউনিয়নের জনগন এখন তাকিয়ে আছেন আগামী ৪ জুনের দিকে ৷ সব কিছুর সমাপ্তি ঘটবে সে দিন ৷ সাধারন জনসাধারনের এখন একটাই চাওয়া পাওয়া সুষ্ঠ,সুন্দর,নিরপেক্ষ,শান্তিপুর্ন নির্বাচন৷ জনগনই সকল ক্ষমতার মুল উত্স এটিই প্রমান হবে আগামী ৪ জুনের জনগনের স্বক্রিয় অংশগ্রহনের মাধ্যমে৷ এটাই এখন সময়ের ব্যাপার মাত্র ৷