শনিবার ● ২৮ মে ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » কাউখালীতে আন্তর্জাতিক মাসিক ব্যাবস্থাপনা দিবস পালিত
কাউখালীতে আন্তর্জাতিক মাসিক ব্যাবস্থাপনা দিবস পালিত
কাউখালী প্রতিনিধি :: (১৪ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৫০মিঃ) ‘ভেঁঙে পেলো নিরবতা’ পৌছে দাও সঠিক বার্তা’এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বে-সরকারী উন্নয়ন সংস্থা আরএইচস্টেপ রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার ঘাগড়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ২৮ মে শনিবার দিনব্যাপি এক অনুষ্ঠানের আয়োজন করেন৷
দিবসটি উপলক্ষে আরএইচস্টেপ এনজিও’র ব্যাবস্থাপনায় এক র্যালী ঘাগড়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ও স্থানীয় জনসাধারন এবং বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকার অংশগ্রহনে র্যালীটি ঘাগড়া এলাকার গুরুত্বপুর্ন বিভিন্ন সড়ক প্রদিক্ষন করেন ৷
পরে বিদ্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভা আরএইচস্টেপের ইউবিআর ইয়ুথ ফোরামের সম্পাদক রোমানা আক্তারের সভাপতিত্বে অনূষ্ঠিত হয় ৷
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুবাস চাকমা, কাউখালী উপজেলা হেলথ কমপ্লেক্সের হেলথ ইনসপেক্টর তারাকেশ্বর ভট্টাচার্য্য, ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান, রেনুকা চাকমা, ডায়না চাকমা ও শ্যামল চাকমা ৷
স্বাগত বক্তব্য রাখেন আর এইচ স্টেপ কাউখালী উপজেলা ম্যানেজার তুহিন চাকমা৷ দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন,মাসিক হলো প্রতিটি মেয়ের একটি স্বাবাবিক প্রক্রিয়া ৷ এতে ভয় পাবার কেছুই নেই ৷ তাছাড়া প্রতিটি মেয়ের বয়স সন্দিঃকালে এটি প্রাকৃতি নিয়মে ঘটবেই এটাই নিয়ম ৷ আমাদের দেশের মেয়েরা এখনো লোক লজ্জার ভয়ে এই মাসিক সংক্রান্ত বিষয়ে অনেক সময় পরিবারের অন্য সদস্যেও সাথে শেয়ার করতে চায়না যার ফলে আমাদের অনেক মেয়েরা এখনো অনেক কঠিন রোগে আক্রান্ত হয়ে পরিবারের বোঝা হয়ে দাড়ায়৷ তাই আমাদের এসব বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে৷ মাসিক সংক্রান্ত যে কোন বিষয়ে পরিবারের বা সমবয়সি বা পরিবারের সাথে বিষযগুলি নিয়ে শেয়ার করলে মেয়েদের অনেক সমস্যা সমাধান হবে বলে বক্তারা অনুষ্ঠানে তাদের মতামত ব্যাক্ত করেন৷