রবিবার ● ১১ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » রাবিপ্রবি ছাত্রদের শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন
রাবিপ্রবি ছাত্রদের শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪- ২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের শ্রেণী কার্যক্রম দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশের আয়োজন করে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৷ রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালযের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ৷
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানবন্ধনে ক্ষোভের সাথে বলেন, আমরা ছাত্র, আমাদের শ্রেণী কক্ষে থাকার কথা ছিলো ৷ কিন্তু বাস্তবতা আমাদের রাস্তায় নামিয়ে এনেছে ৷ যেখানে শ্রেণী কক্ষে বসে আমাদের লেখাপড়া হওয়ার কথা সেখানে আজ শ্রেণী কক্ষে আমাদের কোন ঠাঁই নাই ৷ রাস্তায় নেমে আমাদের আন্দোলন করতে হচ্ছে ৷ আমরা দূরদুরান্ত থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয় ৷ জুলাই মাস থেকে আমাদের ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও নানাবিধ চক্রান্তের কারণে আমাদের ক্লাস আর হচ্ছে না ৷ আমাদের আজ প্রথম সেমিষ্টার পরিক্ষা শেষ হওয়ার পর ২য় সেমিষ্টার পরিক্ষার শেষ পর্যায় অতিবাহিত হচ্ছে ৷ আদৌ আমাদের কোন গতি নেই ৷ বিশ্ববিদ্যালয়ের অফিসে যোগাযোগ করলে নানারকম অজুহাত দেখিয়ে আমাদের মূল্যবান সময় নষ্ট করছে ৷
ইতিমধ্যে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজের ভর্তি পরিক্ষার কার্যক্রম শেষ হয়ে গেছে ৷ এরপরও আমাদের কোন গতি দেখতে পাচ্ছি না ৷ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমরা আপনার সন্তানতুল্য ৷ আপনি এ বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন ৷ আপনার চোখের সামনে ৭৩জন শিক্ষার্থীর জীবন বিপন্নের পথে ৷ আমরা জানি যেকান সমস্যার সমাধান একমাত্র আপনি ৷ আপনি পারেন আমাদের এ সমস্যা থেকে উত্তোরণ করতে ৷ আপনার সাহায্য কামনা করছি ৷
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ছাত্র আন্দোলন সংগ্রাম পরিষদের আহবায়ক মো শামছুজম্মান বাপ্পি বলেন, আমরা ছাত্র নাকি আন্দোলনকারী ৷ আমরা নিজেরা জানি না ৷ এ স্বাধীন দেশে শিক্ষার কার্যক্রম চলার জন্য আমাদের আন্দোলন করতে হচ্ছে ৷
তিনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের প্রতি আক্ষেপ ঝেড়ে বলেন, আজ মানবতা কোথায়? মানাবতার অপমৃত্যু হচ্ছে কিন্তু মিজান সাহেবের মানবতা জাগে না ৷ কিন্তু মাঝে মাঝে ঘুমের ঘোরে উনার মানবতা জেগে উঠে ৷ যদি ঘুমের ঘোরে কখনও উনার মানবতা জেগে উঠে তাহলে আমাদের মানবতার কথা চিন্তা করে যারা আমাদের মানবতায় আঘাত হানছে তাদের দয়া করে একটু বুঝান যে, এখানে মানবতার মৃত্যু হচ্ছে ৷ আপনারা আর কোন ধরণের চক্রান্ত করবেন না ৷ শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম যাতে চালু হয় সে ব্যাপারে কাজ করুন ৷ তাহলে আমরা বুঝবো আপনি মানবতার জন্য কাজ করেন
অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রদনেন্দুকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি আমাদের শ্রেণী কার্যক্রম চালু করুন না হয় পদত্যাগ পত্র জমাদেন ৷ আপনার উপর আমরা আর ভরসা করতে পারছি না ৷ আমাদের জীবন নষ্ট করার অধিকার আপনাকে দেয়নি ৷ আপনি সরে যান, আরেকজন দায়িত্বে আসুক ৷ তিনি হুঁশিয়ারী করে বলেন, যদি আগামী ১৫ অক্টোবরের মধ্যে শ্রেণী কার্যক্রম চালু না হয় তাহলে আগামী ১৬ অক্টোবর থেকে কঠোর থেকে কঠোর আন্দোলন চলবে ৷ অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নিন ৷ আমাদের শ্রেণী কক্ষে প্রবেশের সুযোগ দিন ৷ তা না হলে আমাদের সংগ্রাম দাবি আদায় না হওয়া পর্যন্ত অবিরাম চলবে ৷
এসময় বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ছাত্র আন্দোলন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ইমাম হোসেন ইমন, মঈন উদ্দীন, রিদওয়ান, মীরাজুল হাসান, সাম্য খান, হুমায়ন কবির ও জহিরুল হক প্রমুখ৷
বক্তব্য শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী বরাবরে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পেশ করেন ৷ আপলোড : ১১ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৪.৩৫ মিঃ