শনিবার ● ২৮ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে নির্বাচনী এজেন্ট পুলিশ, সিল ও ব্যালট ছিনতাইয়ে সংঘর্ষ: আহত ৯
সিরাজগঞ্জে নির্বাচনী এজেন্ট পুলিশ, সিল ও ব্যালট ছিনতাইয়ে সংঘর্ষ: আহত ৯
সোহেল রানা,সিরাজগঞ্জ প্রতিনিধি:: পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহজাদপুরের উপজেলার জালালপুর, কায়েমপুর, গাড়াদহ ও খুকনী এবং কাজিপুরের শুভগাছা ইউনিয়নে ভোটারদের দিয়ে জোরপুর্বক নৌকা প্রতীকে সিল মেরে নেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে৷ এদিকে, কাজিপুরের শুভগাছা ইউনিয়নের নৌকা প্রতীকে সিল মারায় ফরহাদ আলী নামে এক সহকারী প্রিজাইডিং অফিসারকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ভোটারদের বল প্রয়োগ করার অভিযোগে চারজন নৌকা প্রতীকের এজেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ৷ এছাড়াও শুভগাছায় আরেকটি পোলিং অফিসার নিজেই প্রকাশ্যে ভোটারদের দিয়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মেরে নিয়ে বাক্সে ভরছেন এবং অন্য কেন্দ্রগুলোতে নৌকার সমর্থকরা প্রকাশ্যে ভোটার দিয়ে সিল মেরে নিচ্ছেন৷
সরেজিমনে দুপুর ১২টার দিকে শুভগাছা ইউনিয়নের বয়ড়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় পোলিং অফিসার বেলতৈল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম হোসেন নিজে ও ভোটারদের দিয়ে প্রকাশ্যে নৌকায় সিল মেরে বাক্সে ভরছেন৷ জিজ্ঞেস করতেই বলেন, ভোটার নিজেই নৌকায় সিল মেরেছে আমি শুধু বাক্সে ভরেছি ৷ এসময় ওই ভোটার বাকী দুইটা ব্যালট পেপারে বুথের ভিতরে গিয়ে সিল মারেন ৷ শুভগাছা ইউনিয়ন পরিষদ কেন্দ্রে গিয়ে দেখা যায় বুথের ভিতর থেকে একজন ভোটার দুটি ব্যালটে পেপারে সিল মেরে বের হচ্ছেন৷ জিজ্ঞেস করতেই বলেন, নৌকারটি আগেই মেরে বাক্সে ফেলেছি৷ বীর শুভগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় গিয়ে দেখা যায় ঢাকায় কর্মরত একজন পুলিশ অফিসার ছুটিতে এসে কেন্দ্রে এজেন্টের দায়িত্ব নিয়েছেন৷ তিনি ভোটারদের কাছ থেকে নৌকা ব্যালট পেপার নিয়ে সিল মেরে বাক্সে ভরছেন৷ সাংবাদিকদের দেখেই প্রতিটি এজেন্ট ও পোলিং অফিসাররা সর্তক হয়ে যান৷ জুনকাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নৌকা প্রতীকের এজেন্ট আব্দুস সাত্তার মহিলা বুথে গিয়ে নৌকা প্রতীকে সিল মারছেন৷ অন্যদিকে, শাহজাদপুরের জালালপুর ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ জানান, জালালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে নৌকায় সিল মারছে৷ খুকনী ইউনিয়নের বিএনপি প্রার্থী গাজী দিলীর আহমেদ বলেন, গোপীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখল করে সরকার দলীয় প্রার্থীর সমর্থকেরা জালভোট প্রদান করছেন৷ গাড়াদহ ইউনিয়নের বিএনপি প্রার্থী আব্দুল জব্বার বলেন, বারই টেপরা ও মশিপুর ভোটকেন্দ্র দখলে নিয়েছে আওয়ামীলীগের কর্মী-সমর্থকেরা ৷
এদিকে, শাহজাদপুরের খুকনী ইউনিয়নের মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে সকাল থেকে স্বাভাবিকভাবে ভোটগ্রহণ চলছিল৷ এ সময় আওয়ামীলীগ প্রার্থী মুল্লুক চাদের সমর্থকেরা জোরপূর্ব ব্যালট বই ছিনতাই করে নিয়ে যাবার চেষ্টা করে৷ এ সময় ওই এলাকার ৪ জন মেম্বর প্রার্থীর সমর্থক ও এলাকাবাসী বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া এবং ভাংচুরের ঘটনা ঘটে৷ এতে উভয়পক্ষের ৫/৬জন সমর্থক আহত হন৷ পরে প্রিজাইডিং অফিসার কেন্দ্র বন্ধ ঘোষণা করেন৷ খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশরাত ফারজানা ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন৷ প্রায় এক ঘন্টা পর পূণরায় ভোটগ্রহণ শুরু হয়৷
অন্যদিকে, নাটুয়ারপাড়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন জানান, সকালে নাটুয়ারপাড়া ইউপির খাসশুড়িবের উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহন চলাকালে আওয়ামীলীগ সমর্থিত মেম্বর প্রার্থী যুবলীগ নেতা ফজুল হক জোরপুর্বক ভোট কাটার চেষ্টা করলে প্রতিদ্বন্ধি প্রার্থী সহিদ মেম্বর বাঁধা দিলে সংঘর্ষ বেঁধে যায়৷ এতে উভয়পক্ষের চারজন আহত হয়৷
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মো.সাইফুল হাসান জানান, প্রকাশ্যে নিজেই সিলমারা সময় হাতে-নাতে আটকে শুভগাছা ইউনিয়নের আফানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব সহকারী প্রিজাইডিং অফিসার ফরহাদকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়৷ এছাড়াও ভোটারদের বল প্রয়োগ করে নৌকা প্রতীকে সিলমারার অভিযোগে মোসলেম উদ্দিন, আব্দুল বাছেদ, আবু হাসেম ও ফজলার রহমান নামে চারজনক এজেন্ট ৫ হাজার টাকা জরিমানা করা হয়৷