শনিবার ● ২৮ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানের থানছিতে খাদ্যসংকট মোকাবিলায় উদ্যোগ গ্রহণ
বান্দরবানের থানছিতে খাদ্যসংকট মোকাবিলায় উদ্যোগ গ্রহণ
মোহাম্মদ আব্দুর রহিম, বন্দরবান প্রতিনিধি :: (১৪ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.১০মিঃ) বান্দরবানের থানছি উপজেলার খাদ্য সংকট মোকাবিলার লক্ষ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ২৮ মে শনিবার সকালে ১০০ মেট্টিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে৷ এর আগে বান্দরবান জেলা প্রশাসন থেকে দুই দফায় ৪৬ মেট্টিকটন চাল বরাদ্দ দেয়া হয়৷
এসব ত্রাণের চাল জরুরি ভিত্তিতে খাদ্যসংকট এলাকাসমুহে পৌঁছাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ৷ প্রয়োজনে ব্যবহার করা হবে সেনাবাহনিীর সহায়তায় হেলিকপ্টারও৷ তিন্দুর ইউপি চেয়ারম্যান মংপ্রু মারমা এবং রেমাক্রি ইউপির চেয়ারম্যান রণি মারমা জানান, তাদেরইইনয়নের দুর্গম ও খাদ্যসংকট এলাকাসমুহে শুক্রবার থেকে ত্রাণের চাল পাঠানোর কাজ শুরু হয়েছে৷
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক জানান, গত বছর খড়া ও অনাবৃষ্টির কারণে থানছি উপজেলার দুর্গম এলাকাসামুহে জুমচাষ তেমন হয়নি৷ ফলে গত মার্চ মাস থেকে খাদ্যাভাব দেখা দিয়েছে৷ আগামী অক্টোবর মাস পর্যন্ত খাদ্যভাব প্রবণ এলাকাসমুহে সরকারি ভাবে চাল বিতরণ করা হবে ৷ এ ছাড়াও বিশেষ ভিজিএফ এবং ভিজিডি কর্মর্সুচিও চালু করা হবে দ্রুত সময়ের মধ্যেই ৷ জেলা প্রশাসক জানান, ইতিমধ্যেই অভাবগ্রস্ত ২হাজার ৩০০ পরিবারের তালিকা প্রণয়ন করা হয়েছে ৷ প্রয়োজনে এ তালিকা সমপ্রসারণ করা হবে ৷
পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি সাংবাদিকদের জানান, জেলায় খাদ্য সংকট নেই, প্রতিকুল আবহাওয়ার কারণেই গত বছর পাহাড়ে জুমচাষ কম হওয়ায় সামকিভাবে এ সমস্যা দেখা দিয়েছে ৷ তবে সরকার থানছি উপজেলার দুর্গম এলাকাসমুহে খাদ্যসংকট নিরসনে স্থায়ী পদক্ষেপ গ্রহণ করেছে ৷ পর্যায়ক্রমে সরকারি গৃহিত কার্যক্রম বাস্তবায়িত হবে ৷