শনিবার ● ২৮ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কাশিমপুর কারাগারে মীর কাসেমের সাথে স্বজনদের সাক্ষাত্
কাশিমপুর কারাগারে মীর কাসেমের সাথে স্বজনদের সাক্ষাত্
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৪ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৩৫ মিঃ) মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দন্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সাথে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন তার স্ত্রী ও পরিবারের লোকজন৷
২৮ মে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা ওই নেতার সাথে দেখা করেন৷ তিনি কাশিমপুর কেন্দ্রিয় কারাগার-২ এ বন্দি রয়েছেন৷
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মোঃ নাশির আহমেদ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মীর কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়শা খাতুন, ছেলে মীর আহমেদ বিন কাসেম, মেয়ে তাহেরা তাসমিন ও সুমাইয়া রাবেয়া এবং পুত্রবধূ সায়েদা তাহমিদা জামায়াতের ওই নেতার সাথে দেখা করেছেন৷ কারাগারের একটি কক্ষে তারা প্রায় আধা ঘন্টা কথা বলেন৷
মীর কাসেম আলী এ কারাগারের ফাঁসির (৪০) সেলে বন্দি রয়েছেন৷ এর আগে গ্রেফতারের পর ২০১২ সাল থেকে তিনি এ কারাগারে রয়েছেন৷ ১৪ সালের আগে তিনি হাজতবাসকালে ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় ছিলেন৷ পরে দন্ডপ্রাপ্তির পর তাকে ফাঁসির সেলে পাঠানো হয় বরে জানান তিনি৷