রবিবার ● ২৯ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বান্দরবানে বন্যহাতির আক্রমণে নিহত :১ আহত :২
বান্দরবানে বন্যহাতির আক্রমণে নিহত :১ আহত :২
বান্দরবান জেলা প্রতিনিধি :: (১৫ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বেলা ৩.১০মিঃ) বান্দরানের লামা উপজেলায় বন্যহাতির তান্ডবে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে । এ সময় আহত হয়েছে নিহত শিশুর মা ও বোন৷ নিহতের নাম মেহেরুন্নেছা (১৪)৷
মেহেরুন্নেছা ধুইল্যাপাড়ার বাসিন্দা মৃত ইলিয়াছ সওদাগরের মেয়ে ও সরই নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ৷ স্কুলছাত্রীর মা আমেনা বেগম (৪৫) ও ছোট বোন তাসিয়া বেগম (৫)৷ রবিবার ভোর রাতে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি ধুইল্যা পাড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়৷
১০-১১টি বন্যহাতির দল রবিবার ভোর ৪টার দিকে ধুইল্যাপাড়ার লোকালয়ে চলে আসে ৷ পরে হাতিরপাল বিক্ষিপ্তভাবে ইলিয়াছ সওদাগরের বসতঘর ভাংচুর করে ৷ সে সময় ঘরে থাকা মা আমেনা বেগম ও ছোটবোন তাসিয়া বেগম পালিয়ে আত্মরক্ষা করতে পারলেও শিশু মেহেরুন্নেছাকে আছড়ে মেরে ফেলে বন্যহাতির পাল ৷ এরপরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন ৷
সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদউল আলম বলেন, বর্তমানে হাতিরপালটি এলাকায় অবস্থান করার কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ৷