রবিবার ● ২৯ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সেনাবাহিনীর হেলিকপ্টারে পোঁছানো হল থানছির দুর্গম খাদ্যসকংট এলাকায় ত্রাণ
সেনাবাহিনীর হেলিকপ্টারে পোঁছানো হল থানছির দুর্গম খাদ্যসকংট এলাকায় ত্রাণ
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান জেলা প্রতিনিধি :: (১৫ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.২০মিঃ) বান্দরবানের থানছি উপজেলার দুর্গম বড়মদক,দোলিয়ানপাড়া এবং জিন্নাহ পাড়া এলাকায় রবিবার সকালে সেনাবাহিনীর সহায়তায় সাড়ে ৮মেট্টিকটন জরুরী ত্রাণের চাল পৌঁছানো হয়েছে হেলিকপ্টারে করে ৷ এসব চাল বিতরণও শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ৷
জেলা প্রশাসন সুত্র জানায়, থানছি উপজেলার দুর্গম এলাকাসমুহে অভাবগ্রস্ত ২ হাজার ৩০০ পরিবারের মধ্যে জেলা প্রশাসন প্রাথমিক ভাবে ৪৬ মেট্টিকটন চাল বরাদ্দ করে ৷ গত শনিবার ত্রাণ মন্ত্রণালয় থেকে ওই উপজেলার জন্য আরও ১০০ মেট্টিকটন চাল বরাদ্দ দেয় ৷ এসব ত্রাণের চাল অকুস্থলে পাঠানো কঠিন হয়ে পড়ে ৷ সাংগু নদীতে পানির স্তর কম হওয়ায় এবং দুগর্মতার কারণে এলাকায় চাল পৌাঁছানো ছিল কঠিন ব্যাপার ৷ কিন্তু পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এবং জেলা প্রশাসক দিলপি কুমার বণিকের অনুরোধে বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃপক্ষ দ্রুত এগিয়ে আসেন ৷ এর ধারাবাহিকতায় রবিবার সকালে থানছি উপজেলা সদর থেকে সেনা ও বিজিবি সদস্যদের তত্বাবধানে হেলিকপ্টারযোগে পৌছানো হল প্রাথমিক ভাবে সাড়ে ৮ মেট্টিকটন ত্রাণের চাল ৷ পর্যায়ে আরও চাল পাঠনোা হবে একই ভাবে ৷