রবিবার ● ২৯ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে দুই ট্রাকের সংঘর্ষে হেলপারসহ নিহত-২
গাজীপুরে দুই ট্রাকের সংঘর্ষে হেলপারসহ নিহত-২
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৫ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.০০মিঃ) গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত হয়েছেন৷ এ সময় চালক আহত হয়েছেন৷ অপরদিকে গাজীপুরের কাপাসিয়ার লতাপাতা বাজার এলাকায় কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন৷
২৯ মে রবিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে৷
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ মোজাম্মেল হক আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, নাওজোর এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল৷ রবিবার ভোর সাড়ে ৪টার দিকে দ্রুতগতির অপর একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়৷ এতে পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে পেছনের ট্রাকের হেলপার কামাল হোসেন (২০) নিহত ও চালক আহত হন৷ নিহত কামাল হোসেনের বাড়ি দিনাজপুর জেলায়৷
চালকের পরিচয় জানা যায়নি৷ হেলপারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ দুর্ঘটনার পর আহত চালক পালিয়ে গেছে৷ ট্রাকটি আটক করা হয়েছে৷
অপরদিকে ২৯ মে রবিবার দুপুর ১২টার দিকে গাজীপুরের কাপাসিয়ার লতাপাতা বাজার এলাকায় কাভার্ডভ্যান চাপায় মাহবুব হোসেন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন৷ মাহবুব হোসেনের গ্রামের বাড়ি বরিশাল৷
কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গণি আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, মাহবুব হোসেন বিভিন্ন দোকানে মোবাইলের যন্ত্রাংশ পাইকারি বিক্রি করতেন৷ দুপুরে মোটরসাইকেলে মোবাইলের যন্ত্রাংশ বিক্রির জন্য বের হন মাহবুব৷ তিনি কাপাসিয়ার লতাপাতা বাজার এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়৷ এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷
খবর পেয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে৷