সোমবার ● ১২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » রাঙামাটিতে ইংলিশ লেংগুয়েজ ক্লাব
রাঙামাটিতে ইংলিশ লেংগুয়েজ ক্লাব
ষ্টাফ রিপোর্টার :: তরুনদের মাঝে ইংরেজী ভাষার উপর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটিতে ইংলিশ লেংগুয়েজ ক্লাব নামে একটি বেসরকারী সংস্থা যাত্রা শুরু করেছে ৷ আজ সোমবার সকালে রাঙামাটির বান্যিজ্যিক প্রাণকেন্দ্র বনরুপা শিখা ভবনের ৪র্থ তলায় এ ইংলিশ লেংগুয়েজ ক্লাবের স্পোকেন ইংলিশ কোর্সের উদ্ধোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ৷
উদ্ধোধনী অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ইংলিশ লেংগুয়েজ ক্লাব স্থানীয় তরুণদের ইংরেজী ভাষায় স্বাবলীল উচ্চারনে কথোপকথোনে দক্ষ করে তুলতে সহায়ক ভুমিকা রাখবে ৷ এতে করে রাঙামাটি শহরে তরুণরাও নতুন কর্মসংস্থানের সুযোগ করে নিতে সক্ষম হবে ৷ তিনি বলেন, পর্যটন শহর রাঙামাটিতে বিদেশী পর্যটক কিংবা ভিনদেশী নাগরিকদের আগমন ঘটলে এখানকার তরুণরা সহজে তাদের সাথে ইংরেজী ভাষায় কথোপকথন করে গাইড করতে পারবে ৷ তিনি রাঙামাটি ইংলিশ লেংগুয়েজ ক্লাবের কার্যক্রমকে দৃঢতার সাথে পরিচালনার জন্য সংশিস্নষ্টদের প্রতি আহ্বান জানান ৷
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান
বলেন, জীবনের উচ্চতর শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ইংরেজী ভাষার কোন বিকল্প নেই ৷ এটি শুধু একটি ভাষা নয় এটি একটি টেকনোলজি ৷ এই ভাষাটি জান না থাকলে বর্তমান ও ভষ্যিতের যুগের সাথ তাল মিলিয়ে চলা সম্ভব নয় ৷ দেশের যে প্রান্তেই যাননা কেন অন্য ভাষার পাশাপাশি ইংরেজী ভাষাটি জানা অত্যান্ত প্রয়োজন ৷
দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একে এম মকছুদ আহমেদ বলেন, শিক্ষার কোন বিকল্প নেই, বাংলা ভাষার পাষাপাশি ইংরেজী ভাষাটির গুরুত্ব অনেক ৷ রাঙামাটি লেংগুয়েজ ক্লাব এই ধরনের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে এই এলাকার শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যাবার ধাপ তৈরি করে দিয়েছে ৷ সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখতে হবে ৷
রাঙামাটি লেংগুয়েজ ক্লাবের সমন্বয়ক শান্তিময় চাকমা সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, স্থানীয় দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একে এম মকছুদ আহমেদ ও রাঙামাটি ইংলিশ লেংগুয়েজ ক্লাবের সদস্য প্রবর্তন চাকমা উপস্থিত ছিলেন ৷ আপলোড : ১২অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.১৩ মিঃ