রবিবার ● ২৯ মে ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » আলীকদমে আ’লীগ বিদ্রোহী প্রার্থীর সাংবাদিক সম্মেলন
আলীকদমে আ’লীগ বিদ্রোহী প্রার্থীর সাংবাদিক সম্মেলন
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (১৫ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.১০মিঃ) আলীকদম উপজেলায় আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন প্রভাবমুক্ত, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের সহায়তা চেয়ে সাংবাদিক সম্মেলন করেছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ নাছির উদ্দিন ৷ ২৯ মে রবিবার দুপুরে আলীকদম প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ দাবী করেন তিনি ৷ নাছির উদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ৷ নির্বাচনে অংশগ্রহণ করায় সম্প্রতি তাকে আওয়ামী লীগের সদস্যপদ থেকে বহিস্কার করা হয়েছে ৷
সংবাদ সম্মেলনে নাছির উদ্দিন বলেন, ‘১৯৯০ সাল থেকে আমি ছাত্রলীগের জড়িত হয়ে রাজনীতিতে প্রবেশ করি ৷ ১৯৯৭ সালে নেতাকর্মীদের সাথে নিয়ে ইউপি নির্বাচন করে চেয়ারম্যান পদে জয়ী হই ৷ দলের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পাশাপাশি জনপ্রতিনিধির দায়িত্বও পালন করি ৷ কিন্তু গণবিচ্ছিন্ন কিছু নেতা আওয়ামীলীগের রাজনীতিতে প্রবেশ করে দলীয় আদর্শ বাদ দিয়ে নিজেদের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে ৷ আর তারাই দলের মনোনয়ন পেয়েছে ৷ আমি আওয়ামীলীগের দীর্ঘদিনের ত্যাগী কর্মী ৷ আমার দাবীর প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী আলীকদমের ২টি ইউনিয়ন থেকে চারটি ইউনিয়ন ঘোষণা দেন’৷
তিনি বলেন, ‘আগামী ৪ জুনের নির্বাচনে প্রার্থী হওয়ায় জেলা আওয়ামীলীগ আমাকে বহিস্কার করলেও স্থানীয় জনগণ আমার সঙ্গে আছে ৷ তবে দলীয় প্রার্থীরা টাকার জোরে ভোটারদের প্রভাবিত করছেন ৷ এ ধারাবাহিকতা অব্যাহত থাকলেও প্রভাব ও চাপমুক্ত নির্বাচন সম্ভব হবে না ৷
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গকারী প্রার্থীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে স্থানীয় জনগণকে সুষ্ঠু ভোট উপহার দেওয়ার দাবী জানান ৷ পাশাপাশি তিনি মিডিয়ার সহযোগিতা কামনা করেন ৷