রবিবার ● ২৯ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » অগ্নিকান্ডে ভষ্মিভূত ব্যবসায়ীর ৮০ লাখ টাকার মালামাল
অগ্নিকান্ডে ভষ্মিভূত ব্যবসায়ীর ৮০ লাখ টাকার মালামাল
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৫ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০৩৮মিঃ) ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকায় অগি্নকান্ডে সুশীল কুমার সরকার নামের এক ব্যবসায়ীর ৮০ লাখ টাকার মালামাল পুড়ে ভূষ্মিভূত হয়ে গেছে ৷ রবিবার সকালে বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে এ অগি্নকান্ডের সুত্রপাত হয়৷
সুশীল এন্ড ব্রাদার্স এর স্বত্তাধীকারী সুশীল কুমার সরকার জানান, সকালে কালবাগানের ওই গোডাউনে বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়৷ এলাকাবাসীর নিকট থেকে খবর পেয়ে গোডাউনের তালা খুলে আগুণ জ্বলতে দেখি ৷
পরে ঝিনাইদহ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে ৷ সেসময় তার একটি পিকআপ ভ্যানও পুড়ে যায় ৷
তিনি আরো জানান, তার গোডাউনে থাকা রেকিড বেনকিজার বাংলাদেশ লিমিটেড ও মেরিকো কোম্পানী বাংলাদেশ লিমিটেড ও ফিনলে কোম্পানীর চা পাতা, হারপিক, ডেটল শাবান, কয়েল, নাইজলসহ প্রায় ১২৭ প্রকার মালামাল পুড়ে গেছে ৷
আগুনে ৮০ লাখ টাকার ক্ষতি হওয়ায় যেন পথে বসে গেছেন ব্যবসায়ী সুশীল সরকার৷
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় তারা ৷ সে সময় ২ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে ৷