রবিবার ● ২৯ মে ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » বকেয়া টাকা পরিশোধের দাবিতে সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারদের বিক্ষোভ
বকেয়া টাকা পরিশোধের দাবিতে সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারদের বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৫ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৪৬মিঃ) ঝিনাইদহে সড়ক ও জনপথ বিভাগের পিএমপি(মাইনর) মেন্টেনেন্স খাতে ঠিকাদাররা বকেয়া টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে৷ ২৯ মে রবিবার দুপুরে সড়ক ও জনপথ ভবনের সামনে ঠিকাদার সমিতি বিক্ষোভ মিছিল বের করে৷ মিছিলটি অফিস চত্বর প্রদক্ষিণ করে৷ মিছিল শেষে সড়ক ভবনের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন ঠিকাদার সমিতির সভাপতি আব্দুল হাকিম, সাধারন সম্পাদক বাবুল আজাদ,ঠিকাদার সোরোয়ার জাহান বাদশা,রাশিদুর রহমান রাসেল,জেএম রফিকুল আলম সোহরাব হোসেন বিশ্বাস ও কাজী কামাল আহম্মেদ প্রমূখ৷বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগ মন্ত্রণালয়ের বরাবর স্মারকলিপি প্রদান করেন৷
সমাবেশে ঠিকাদাররা বলেন, ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারদের গত ২০১১-১২ অর্থ বছরে ৪৮টি কাজের কোটি ৩৩লাখ টাকা ও ২০১২-১৩ অর্থ বছরের ৫৭টি কাজের ৪কোটি ৯০লাখ ৫২হাজার টাকা বিল বকেয়া রয়েছে৷ বিভিন্ন সময়ে অফিসটিতে ধর্ণা দিয়েও তারা পাওনা টাকা পাচ্ছে না৷ ফলে ঠিকাদাররা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন৷ অনেকে ধার-দেনা করে সংসার চালাতে বাধ্য হচ্ছে৷ দাবি মানা না হলে আগামী ৩১ মে পর থেকে লাগাতর কর্মসূচী পালন করবেন বলে জানানো হয়৷