রবিবার ● ২৯ মে ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে সার্ভিস রুল সংশোধনসহ ২১ দফার দাবীতে সমাবেশ
ঝিনাইদহে সার্ভিস রুল সংশোধনসহ ২১ দফার দাবীতে সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৫ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৫১মিঃ) সার্ভিস রুল সংশোধন, পে-স্কেল প্রদান ও পোষ্য কোটায় সন্তানদের চাকরীসহ ২১ দফার দাবীতে ২৯ মে রবিবার সমাবেশ করেছে ওয়েস্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশান কোম্পানী (ওজোপাডিকো) লিঃ শ্রমিক কর্মচারীলীগ বি-২১৩৫৷
দুপরে ঝিনাইদহ ওজোপাডিকো দপ্তরের সামনে এ উপলক্ষ্যে এক সমাবেশ সংগঠনের নেতা মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়৷ সমাবেশে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন হিটু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন৷
এ সময় কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান, সাইদুর রহমান, লিয়াকত হোসেন, ঝিনাইদহের নেতা আবু জাফর, জামাল উদ্দীন সোনা প্রমুখ বক্তব্য রাখেন৷ সমাবেশে কেন্দ্রীয় নেতারা বলেন, তাদের দাবী ন্যয্য ও যুক্তিসঙ্গত৷
এই দাবী না মানলে রুটি রুজির আন্দোলন আরো বেগবান করতে তারা বাধ্য হবেন৷ জেলার অন্যান্য উপজেলা থেকে ওজোপাডিকো শ্রমিক কর্মচারীলীগ বি-২১৩৫ এর নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত হন৷