মঙ্গলবার ● ৩১ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কাউখালীতে আওয়ামীলীগ প্রার্থীর বিক্ষোভ
কাউখালীতে আওয়ামীলীগ প্রার্থীর বিক্ষোভ
কাউখালী প্রতিনিধি :: পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী উপজেলার আসন্ন ইউ পি নির্বাচনে ৩নং ঘাগড়া ইউ পি চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়রম্যান প্রার্থীর নৌকা প্রতীকে গতকাল রাতে আগুন দেওয়ার প্রতিবাদে আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ৩০ মে সোমবার সকাল ১০টায় এক বিক্ষোভ মিছিল করেন ৷
বিক্ষোভ মিছিলটি কাউখালী উপজেলার গুরুত্বপুর্ন বিভিন্ন সড়ক প্রদিক্ষন করেন এবং উপজেলা সদর বটতল চত্বরে এক আলোচনা সভার আযোজন করেন ৷
আলেচনা সভাপতিত্ব করেন যুবলীগ কাউখালী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ নাছির উদ্দিন ফারুক ৷ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক) মোঃ বেলাল উদ্দিন৷ যুবলীগ কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা মোঃ জাকির হোসেন (ভান্ডারী), স্বেচ্চাসেবক লীগ কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ মাইন উদ্দিন, যুবলীগ উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক মো শরীফ উদ্দিন, আওয়ামীলীগ ঘাগড়া ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক কাজী মোঃ কাউছার, মুক্তিযোদ্ধা বাহার মিয়া ও যুবলীগ নেতা থুইলা প্রু মারমা প্রমুখ ৷
প্রতিবাদ সভায় বক্তারা বলেন একটি স্বার্থেনীশি মহল আমাদের দলীয় চেয়ারম্যান প্রার্থীর জনপ্রিয়তা দেখে সহ্য করতে না পেরে সড়যন্ত্র শুরু করে দিয়েছেন, তারই পরিপ্রেক্ষিতে গতকাল রাত আনুমানিক ৩টার সময় আমাদের দলীয় প্রতীক নৌকা (কাঠের তৈরী) রাঙ্গীপাড়া মাদ্রাসা গেটের সামনে টাঙানো ছিল তা আগুন লাগিয়ে দেয় এবং পুড়ে পেলেন৷
যারাই এই ঘৃন্য কাজ করে থাকুকনা কেন তাদের বিরুদ্ধে আইনের মাধ্যমে ব্যাবস্থা গ্রহন করা হবে ৷ কেউ যদি পানি ঘোলা করে মাছ স্বীকার করার চেষ্ঠা করে তাহলে তা প্রশাসনকে সাথে নিয়ে প্রতিহত করা হবে বলে বক্তারা প্রতিবাদ সভায় হুশিযারী করে দেন ৷
পরে এ ব্যাপারে মোঃ বেলাল উদ্দিন বাদি হয়ে কাউখালী থানায় একটি মামলা দাযের করেন ৷ কাউখালী থানার মামলা নং ৮, তারিখ ৩০/৫/২০১৬ আইও এসআই সনোজ বড়ুয়া জানান ৷