মঙ্গলবার ● ৩১ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে বজ্রপাতে তিন মত্স্য চাষি নিহত
কালীগঞ্জে বজ্রপাতে তিন মত্স্য চাষি নিহত
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জে বজ্রপাতে তিন মত্স্য চাষি নিহত হয়েছেন৷
৩০ মে সোমবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস গ্রামের কৈদ্যার (কাপাইস) বিলে এ ঘটনা ঘটে৷ বিকেল ৫টার দিকে নিহত মত্স্য চাষিদের লাশ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ৷
নিহতরা হলেন, ওই ইউনিয়নের কাপাইস গ্রামের মৃত সতিশ দাসের ছেলে মুকুন্দ দাস (৫৬), প্রেমচরণ দাসের ছেলে সুদন দাস (৫২) ও মোক্তারপুর ইউনিয়নের শিংলাব গ্রামের মৃত রসনা দাসের ছেলে নিরদ দাস (৩৫)৷
জামালপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান ফারুক মাস্টার আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, নিহতরা পেশায় ছিল মূলত মত্স্য ব্যবসায়ী৷ তাই তিনজন মিলে উপজেলার কৈদ্যার (কাপাইস) বিলে মত্স্য চাষ করতো৷ ঘটনার দিন দুপুরে তাদের খামারে মাছের খাবার দিতে যায়৷ কিন্তু ওই সময় বৃষ্টি হওয়ায় বিলের মধ্যে পাহারার জন্য তাদের তৈরি করা ছোট্ট একটি ঘরে তিনজনই আশ্রয় নেন৷ এ সময় ওই ঘরে বজ্রপাত হয় এবং ওই ঘরের তিনজনই নিহত হয়৷ বিলের মাঝখানে হওয়ায় বিষয়টি তাত্ক্ষণিকভাবে কেউ টের পায়নি৷
স্থানীয়রা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, দুপুর গড়িয়ে বিকেল হতেই মুকুন্দর স্ত্রী রীনা রাণী দাস তাকে খোঁজাখুঁজি শুরু করেন৷ কোথাও না পেয়ে ওই বিলের মধ্যে তাকে খুঁজতে যায়৷ সেখানে দূর থেকে দাঁড়িয়ে দেখা যায় ওই ঘরে তিনজন শুয়ে আছেন৷ কিন্তু অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না দেওয়ায় কাছে গিয়ে শরীর ছুঁয়ে ডাকতেই মুকুন্দ মাটিতে পড়ে যায় ৷ পড়ে তার স্ত্রীর আত্মচিত্কারে বিলের আশপাশের লোকজন ছুটে এসে দেখেন তিনজনের লাশ পড়ে আছে৷ পরে জামালপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান ফারুক মাস্টারের সহযোগিতায় কালীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ওই তিনজনের লাশ উদ্ধার করে স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করেন৷
কালীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলম চাঁদ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে বজ্রপাতে তিন মত্স্য চাষি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন৷