মঙ্গলবার ● ৩১ মে ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাটিরাঙ্গায় রাস্তাটি টিকিয়ে রাখতে পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান স্থানীয়রা
মাটিরাঙ্গায় রাস্তাটি টিকিয়ে রাখতে পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান স্থানীয়রা
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড মাতাব্বর পাড়া ইদ্রিস আলীর বাড়ী থেকে ২নং ওয়ার্ড নবীনগর বরিশাইল্যা পাড়া যাতায়াতের রাস্তাটিতে বর্তমানে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে ৷ প্রায় ১০ বছরেও মেরামত না হওয়ায় রাস্তাটি এই বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পানির প্রবল চাপে সম্পূর্ণ ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ৷ সামান্য বৃষ্টি হলে পানিতে তলিয়ে যায় রাস্তাটি ফলে প্রতিনিয়ত দূর্ভোগে পরতে হয় এই এলাকায় বসবাসরত শতাধিক পরিবারকে৷
জানা গেছে, গত প্রায় ১ বছর যাবত্ কোন ধরনের যান চলাচল করতে না পাড়ায় গ্রামবাসীকে কাঁধে অথবা মাথায় বহন করে নিতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি,আসবাব পত্র,বিভিন্ন ঘরবাড়ী নির্মাণ সামগ্রীসহ প্রয়োজনীয় ভারী জিনিষপত্র ৷ সামান্য মোটর সাইকেল পর্যন্ত চলতে পারেনা বর্তমানে এই রাস্তা দিয়ে৷ রাস্তাটি ১০ফুট চওড়া থেকে ভাংতে ভাংতে বর্তমানে কোন কোন জায়গায় ১ ফুটের চেয়েও কম এবং অনেক জায়গায় পুরোপুরি ভেঙ্গে গেছে ৷ ফলে এই গ্রামের কচি কচি স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা অভিভাবকের সাহায্য ছাড়া বর্ষার সময় একা একা এই কর্দমাক্ত ভাঙ্গা রাস্তাটুকুন পার হতে পারে না ৷
এ বিষয়ে বরিশাইল্যা পাড়ার বাসিন্দা মো: লাল মিয়া ও আলমগীর ড্রাইভার আর আবুল কাশেম বুড়াসহ অনেকেই কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত পৌর পরিষদের আমলে আমরা পৌর কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর পক্ষ থেকে রাস্তাটির স্থায়ীভাবে মেরামতের জন্য আবেদন করেও কোন রকম প্রতিকার পাইনি৷ যোগ্য অভিভাবক হয়ে আমাদের রাস্তাটির উন্নয়নের জন্যে কেউ কথা বলার বা চেষ্টা করার নেই বলে আজ আমরা ভীষণ অসহায় ৷ তাই জনদূভোর্গ ও এই গ্রামের স্বাভাবিক জীবন যাপনের কথা ভেবে রাস্তাটি সংস্কারে প্রযোজনীয় পদক্ষেপ নিতে চলমান পৌর পরিষদ কর্তপক্ষের নিকট জোর দাবী জানান তারা৷
এ বিষয়ে সদর ওয়ার্ড কাউন্সিলর মো: শহিদুল ইসলাম সোহাগ জানান,আগামী ১ মাসের মধ্যে আপাদত যান বাহন চলাচলের মতো করে মেরামত করা হবে উল্লেখ করে স্থায়ীভাবে সংস্কারের জন্যে পৌর পরিষদের উন্নয়ন পরিকল্পনা সভায় উপস্থাপন করবো,আশা করছি মাটিরাঙ্গা পৌর মেয়র মো. শামছুল হকের সফল উদ্যেগ আর ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলীর সাথে সমন্বয়ের মাধ্যমে আগামী অর্থবছরেই আমরা রাস্তাটি মেরামতের কাজ শুরু করতে পারবো ৷