সোমবার ● ১২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » নবীগঞ্জে পৌর নির্বাচন: আগাম হালচাল
নবীগঞ্জে পৌর নির্বাচন: আগাম হালচাল
নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ পৌরসভায় নির্বাচনকে গিরে জমে উঠেছে উত্সবের আমেজ ৷ পোস্টার-বিলবোর্ডে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা ৷ পৌর এলাকার সর্বত্র পোস্টার টাঙিয়ে ঈদ ও পূজার শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য পৌর মেয়র, কাউন্সিলর প্রার্থীরা ৷ আগামী ডিসেম্বর মাসে মেয়াদ উত্তীর্ণ পৌরসভা নির্বাচনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন এমন সংবাদে নবীগঞ্জের সর্বত্র এখন নির্বাচন উত্সবের আমেজ বিরাজ করছে ৷ বিশেষ করে নবীগঞ্জ পৌর শহরে ও শহরতলীর বিভিন্ন ওয়ার্ডে বর্তমান ও সম্ভাব্য মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীরা গেল দু’ মাস ধরে শুরু করেছেন তাদের প্রচার-প্রচারনা ৷ পাড়া, মহল্লাসহ শহরের নানা স্থানে শুভা পাচ্ছে রঙ-বেরঙের ব্যানার, ফেষ্টুন, পোষ্টার ও দেয়াল লিখন ৷ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে মতবিনিময় এবং নিজেদের পক্ষে সমর্থন আদায়ের প্রাণপন চেষ্টা অব্যাহত রয়েছে ৷ স্থানীয় সরকারের এ নির্বাচন দলগতভাবে অংশ নেয়ায় দলের মনোনয়ন বাগিয়ে আনতে চলছে জোর চেষ্টা ও লবিং ৷ এক্ষেত্রে দেশের রাজনৈতিক প্রধান বিরোধীয় দল বিএনপি রয়েছে সুবিধাজনক অবস্থানে ৷ তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি স্থানীয় সরকারের ওই নির্বাচনে অংশ নিবে কি না সিদ্ধান্ত না নিলেও নবীগঞ্জে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীর প্রচারনা তুঙ্গে ৷ এ পর্যন্ত তাদের দলীয় প্রার্থীর তালিকায় পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার কাউন্সিলর আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী একক প্রার্থী হিসেবে রয়েছে ৷ তবে আওয়ামীলীগে বতর্মান মেয়রসহ একাধিক প্রার্থী রয়েছেন মনোনয়ন প্রত্যাশায় ৷ দল কাকে মনোনয়ন দিবে সিদ্ধান্তহীনতায় ভোগছেন ৷ দলীয় মনোনয়ন প্রত্যাশার মধ্যে রয়েছেন বর্তমান তৃতীয় বারের মতো নির্বাচিত মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল ৷ দলীয় ভাবে রাহেল চৌধুরীর মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েয়ে বেশী ৷
এছাড়া আসন্ন পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক লন্ডন প্রবাসী বিশিষ্ট গীতিকার জাহাঙ্গীর আলম রানা ৷
এদিকে ভোটারদের মাঝেও আগাম নির্বাচনী হিসাব নিকাশ ও চিন্তা ভাবনা শুরু হয়েছে ৷ প্রার্থীদের অতীত ও বর্তমান অবস্থা নিয়ে চলছে নানা আলোচনা ৷
এ আলোচনায় বাদ নেই রাজনৈতিক বিশেস্নষক, পেশাজীবি লোকজনও ৷ আসন্ন নির্বাচনে প্রচারনায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন তৃতীয় বারের মতো নির্বাচিত বর্তমান মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী (আওয়ামীলীগ)৷ তিনি একজন দক্ষ শিক্ষক হিসেবেও পরিচিত ৷ অপর প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী (বিএনপি) ৩য় বারের মতো পৌরসভার প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ৷ এই দীর্ঘ সময়ে পৌর পরিষদের থাকার সুবাধে এবং বিএনপির রাজনৈতিক কারনে এলাকায় সুপরিচিত ৷ তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারনা বর্তমান বিএনপির রাজনীতির দু’ মেরু’র প্রেক্ষাপট দেখে একত্রিত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ ৷
উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বর্তমান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল চৌধুরী রাহেল এরও সমর্থন ও জনপ্রিয়তা রয়েছে ব্যাপক ৷ তিনি সদা হাস্যজ্জ্বল সত্ এবং অত্যন্ত ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে পৌর নাগরিকদের কাছে নিজেকে অতি পরিচিত ৷ ঠান্ডা মেজাজের মানুষ, তরুন প্রজন্মের নেতা ও বিশিষ্ট ব্যাবসায়ী, বিত্তশালী পরিবারে সদস্যও, অনেক সময়ে ত্রাণ,শীত বস্ত্র, দুস্থ অসহায় গরিবদের মধ্যে কাপড় বিতরন ও বিভিন্ন ধর্মীয়, শিক্ষা সামজিক প্রতিষ্টানে অনুদানের মধ্যে দিয়ে নিজেকে তরুন সমাজ সেবক নেতা হিসাবেও প্রতিষ্টিত করেছেন ৷ এছাড়া সে জাতীয় সংসদের চীফ হুইফ আলহাজ্ব সাহাব উদ্দিন এর জামাই ও ৷ এবার পৌর নির্বাচনে রাহেল চৌধুরীও চমক দেখাতে পারেন বলে ধারনা করছেন অনেকেই ৷
অপর দিকে, লন্ডন প্রবাসী জাহাঙ্গীর রানা দেশ বরন্য একজন গীতিকার, কবি ও সাহিত্যিক হিসেবে তার অনেক খ্যাত রয়েছে ৷ তিনি উচ্চ শিক্ষিত ও ছাত্রদলের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ৷ লন্ডন যাওয়ার পুর্বে আর্তসামাজিক উন্নয়নে এলাকায় নিবেদিত ছিলেন ৷
অপর দিকে ইতিমধ্যে শেখ সুজাত ফোরামে আহ্বায়ক লন্ডন প্রবাসী জুবায়ের আহমদ চৌধুরী হঠাত্ করে উড়ে এসে পৌর এলাকায় বিভিন্ন পোষ্টার লাগিয়ে আলোচনার ঝড় তুলেছেন ৷
এছাড়া নির্বাচনে প্রার্থীতা আলোচনায় রয়েছেন নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সুখেন্দু রায় বাবুল, পৌর বিএনপি নেতা আব্দুল আলীম ইয়াসিনী, বাসদ নেতা চৌধুরী ফয়সল সোয়েব ৷
মেয়র প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন পৌর সভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরাও প্রচারনা চালিয়ে যাচ্ছেন সমানতালে ৷ আপলোড : ১২ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.৪০ মিঃ