মঙ্গলবার ● ৩১ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে নারী পাচার চক্রের ৬জন গ্রেফতার
গাজীপুরে নারী পাচার চক্রের ৬জন গ্রেফতার
গাজীপুর জেলা প্রতিনিধি :: প্রেমের অভিনয় ও বিয়ের নাটক করে অল্প বয়সী মেয়েদের পতিতাবৃত্তিতে বাধ্য করা এবং পাচারের উদ্দেশ্যে বিক্রি করার অভিযোগে এক দম্পতিসহ নারী ব্যবসায়ী ৬জনকে ৩০ মে সোমবার গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা৷ এসময় ৩ কিশোরীকে উদ্ধার করা হয়েছে৷
গ্রেফতারকৃতরা হলো মাদারীপুরের শিবচর থানার চর-সামাইলের শাহজাহান খাঁর ছেলে মোঃ লিটন মিয়া (৩০) ও তার স্ত্রী জুয়েনা আক্তার স্বপ্না (২২), ভোলার দৌলত খান থানার ভবানিপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ শামীম মিয়া (২৮), ময়মনসিংহের ত্রিশাল থানার কানিহারি গ্রামের একেএম হেলাল উদ্দিনের ছেলে মোঃ মাসুদ (৩৮), শেরপুরের শ্রীবর্দি থানার রানী শিমুল গ্রামের মৃত বদরুল হকের ছেলে মোঃ রবিউল ইসলাম (৪০) এবং রংপুরের পীরগাছা থানার বলিহার মাঠের পাড় এলাকার লাল মিয়া ওরফে বক্করের ছেলে মোঃ রফিকুল ইসলাম ওরফে মাহবুব ওরফে শাহীন (২৪)৷
র্যাব-১ জানায়, প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং ঢাকায় গার্মেন্টসে চাকুরী দেয়ার প্রতিশ্রুতি দিয়ে চাঁদপুরের পুরাতন বাজারের এক কিশোরীকে গাজীপুরের টঙ্গীতে নিয়ে আসে নারী পাচারকারী দলের সদস্য শামীম৷ সেখানে পাচারকারী দলের অপর সদস্য লিটনের ভাড়া বাসায় ওই কিশোরীকে আটকে রেখে ভয় দেখিয়ে শারীরিক ও যৌন নির্যাতন করত৷ পরে তাকে ময়মনসিংহের পতিতালয়ে বিক্রির দর কষাকষি করছে এমন সংবাদ পেয়ে র্যাব-১ এর সদস্যরা সোমবার ভোর রাতে টঙ্গীর টিএন্ডটি পশ্চিমপাড়া এলাকায় লিটনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে৷ র্যাব সদস্যরা এসময় শামীম, লিটন ও লিটনের স্ত্রী জুয়েনা আক্তার স্বপ্নাকে গ্রেফতার করে৷ পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের গাঙ্গিনাপাড় পতিতালয় হতে প্রতারনা ও ধর্ষণের শিকার আরো দুই কিশোরীকে উদ্ধার এবং পাচারকারী দলের সদস্য মোঃ মাসুদ, মো. রবিউল ইসলাম এবং মো. রফিকুল ইসলাম ওরফে মাহবুব ওরফে শাহীনকে আটক করে৷
র্যাব আরো জানায়, ওই সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে গ্রাম থেকে আগত গ্রামের অল্প বয়সী মেয়েদের সঙ্গে প্রেমের অভিনয় ও বিয়ের নাটক করে এবং গরীব ও নিরীহ নারীদের চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন হোটেল ও ভাড়া বাসায় রেখে মানসিক ও যৌন নির্যাতন এবং পতিতাবৃত্তিতে বাধ্য করছিল৷ এছাড়াও তাদেরকে অন্যত্র পাচারের উদ্দেশ্যে বিক্রি করে আসছিল৷