মঙ্গলবার ● ৩১ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » দশ বছরের শিশু ধর্ষণ : ধর্ষক আটক
দশ বছরের শিশু ধর্ষণ : ধর্ষক আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১৭ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৮মি) সিরাজগঞ্জের এনায়েতপুরে দশ বছর বয়সী এক শিশু কন্যা ধর্ষনের শিকার হয়েছে। গুরুত্বর আহত শিশুকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে এনায়েতপুর থানার গোসাইবাড়ী গ্রামে এঘটনা ঘটে। শিশুটি স্থানীয় তেঘরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। এদিকে ৩১ মে মঙ্গলবার দুপুরে শিশুটির বাবা থানায় মামলা দায়ের পরপরই ওই গ্রামে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক আলাউদ্দিনকে (২২) আটক করেছে। আটক আলউদ্দিন গোসাইবাড়ী গ্রামের আনসার আলীর ছেলে।
শিশুটির বাবা জানান,বিকেলে বাড়ীর অদুরে ঘাস কাটতে গিয়েছিল শিশু কন্যা। সন্ধ্যার আগে একই গ্রামের লম্পট আলাউদ্দিন শিশুটিকে একা পেয়ে ধর্ষণের পর তিলক্ষেতে ফেলে যায়। এ সময় পাশের বাড়ীর আরেক শিশু পড়ে থাকতে দেখতে তার মাকে জানায়। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক ডাঃ বনানী রায় জানান, শিশুটির শরীরের ধর্ষণের আলামত পাওয়া গেছে। প্রচুর পরিমানে রক্তক্ষরণ হয়েছে। বর্তমান একটু সুস্থ রয়েছে।
এনায়েতপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম মঙ্গলবার দুপুরে জানান, শিশুটির বাবা থানায় মামলা দারে পরপরই অভিযান চালিয়ে আলউদ্দিনকে আটক করা হয়েছে।