বুধবার ● ১ জুন ২০১৬
প্রথম পাতা » ঢাকা » বঙ্গবন্ধু বাঙালি সংস্কৃতির প্রেরণা : লায়ন গনি মিয়া বাবুল
বঙ্গবন্ধু বাঙালি সংস্কৃতির প্রেরণা : লায়ন গনি মিয়া বাবুল
ঢাকা প্রতিনিধি :: (১৮ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৫৫মিঃ) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, বঙ্গবন্ধু বাঙালি সংস্কৃতির প্রেরণা। বাঙালি জাতির ভাষা আন্দোলন, ৬ দফা, স্বাধীকার আন্দোলন, ৭০’র নির্বাচন এবং মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ও তাঁর আদর্শ প্রেরণা হিসেবে কাজ করেছে। বঙ্গবন্ধুর আদর্শ বাঙালি জাতির সকল কাজে শক্তি ও সাহস যোগায়। সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে কাজ করতে হবে।
৩১ মে বিকালে তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অব সার্ক (ওজাস) ও সার্চ নিউজ বিডিডটকম’র যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু ও বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন শীর্ষক আলোচনা সভা ও কবিতা উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।।
সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা এম.পি, সাবেক প্রতিমন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ, রয়েল প্লাস্টিক ইন্ডাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূর উদ্দিন মোল্লা, তানিম এয়ার এন্ড সি কার্গো লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও এজাহিকাফ’র সভাপতিমন্ডলীর সদস্য মোঃ সরওয়ার হোসাইন, কবি ও কথা সাহিত্যিক সুলতানা রাজিয়া রেজনু খান, কবি ও কথা সাহিত্যিক আব্দুল মান্নান, দৈনিক আজকের বিনোদনের সহযোগী সম্পাদক মিজানুর রহমান মিজান সরদার, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ জয়পুরহাট জেলা শাখার সহ সম্পাদিকা মোসাঃ আয়শা আক্তার জেসমিন। স্বাগত বক্তব্য রাখেন সার্চ নিউজবিডি ডটকম’র প্রধান সম্পাদক এবি সিদ্দিক চৌধুরী রাব্বি। সঞ্চালনা করেন সালাম মাহমুদ।