বুধবার ● ১ জুন ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » কার্যকর জেলা বাজেট ও জন-বাজেট শীর্ষক আলোচনা
কার্যকর জেলা বাজেট ও জন-বাজেট শীর্ষক আলোচনা
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৮ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৪মিঃ) মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা মিলনায়তনে গণতান্ত্রিক বাজেট আন্দোলন জেলা কমিটির উদ্যোগে ‘কার্যকর জেলা বাজেট ও জন-বাজেট’ এক আলোচনা অনুষ্ঠিত হয়৷ গণতান্ত্রিক বাজেট আন্দোলন ঝিনাইদহ জেলা কমিটির আহবায়ক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু ইউছুপ মোঃ রেজাউর রহমান ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার চেয়ারম্যান মোঃ আবদুল আলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোসত্মাফিজুর রহমান, উপজেলা ভাইস জেয়ারম্যান তহুরা খাতুন৷ সংলাপে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারী কলেজের সহযোগি অধ্যাপক-অর্থনীতি বিভাগ এহতেশামুল হক নতুন, এাডভোকেট খোদা বক্স ও হাফিজুর রহমান প্রমুখ৷
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন ধারার কর্মসূচি সমন্বয়কারি হায়দার আলী,সাংবাদিক সাজ্জাদ আহমেদ, শিক্ষক, আইনজীবি, সাংবাদিক, এনজিও কর্মী, ছাত্র-ছাত্রী, কৃষকসহ বিভিন্ন পেশাজীবি ও সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে প্রায় ৬০ জন নারী পুরুষ এই আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷ বক্তারা বাজেটে কৃষির উপর বেশী গুরুত্ব দিয়ে প্রত্যক্ষ কর বাড়ানো এবং পরোক্ষ করের বোঝা লাঘব করার জন্য মতামত ব্যক্ত করেন৷
উল্লেখ্য যে, অতি কেন্দ্রিভুত জাতীয় বাজেটকে অধিকতর জনমুখী ও গণতান্ত্রিক করে তোলার জন্য বাজেট প্রণয়নে জনতার প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করতে সামাজিক আন্দোলন জোরদার করার লক্ষ নিয়ে ২০০৯ সাল থেকে বিভিন্ন সামাজিক উন্নয়ন ও নাগরিক সংগঠন এবং সংবাদ মাধ্যম সম্মিলিতভাবে দেশব্যাপী জনমত তৈরি করার জন্য “গণতান্ত্রিক বাজেট আন্দোলন” শিরোনামে একটি নাগরিক উদ্যোগ গড়ে তোলার প্রচেষ্টা নিয়েছে যার ধারাবাহিকতায় এই এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷