সোমবার ● ১২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » ২ বিদেশী হত্যাকাণ্ডের রহস্য খুব শিগগিরই উত্ঘাটন হবে — গাজীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী
২ বিদেশী হত্যাকাণ্ডের রহস্য খুব শিগগিরই উত্ঘাটন হবে — গাজীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুই বিদেশি নাগরিক হত্যা রহস্য উদঘাটনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ৷ আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে ৷ খুব শিগগিরই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন এবং এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা বের করে আনা হবে ৷
অক্টোবর রবিবার সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নব নিযুক্ত ৩৩তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ৷
মন্ত্রী বলেন, সারা দেশের কারাগারগুলোতে প্রায় এক হাজার বিদেশি সাজাপ্রাপ্ত বন্দি রয়েছে ৷ এদের মধ্যে অনেকের সাজার মেয়াদ শেষ হয়ে গেলেও তারা নিজ দেশে ফিরে যেতে পারছে না ৷ ওই সব বন্দিদের নিজ নিজ দেশের দূতাবাসগুলোকে বিষয়টি অবহিত করা হলেও তারা কারাগার থেকে তাদের ফিরিয়ে নিচ্ছেন না ৷
তিনি জানান, বাংলাদেশে ২ লাখ ১৭ হাজার ৭০০ বিদেশি রয়েছে৷ তারা বিভিন্ন পেশায়, বিভিন্ন কোম্পানির কনসালটেন্ট হিসেবে কাজ করছেন, কেউ বিভিন্ন মেডিকেল কলেজে শিক্ষা গ্রহণ করছেন ৷
স্বরাষ্ট্রমন্ত্রী সকালে সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে পৌঁছালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দিন তাকে স্বাগত জানান ৷ মন্ত্রী একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৩তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ ও মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি (এমএইচএস) প্রোগ্রাম সমাপ্ত এবং সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন ৷
এ ব্যাচে ১৮জন সহকারী পরিচালক ১৫ মাস মেয়াদী এ প্রশিক্ষণ সম্পন্ন করেন ৷ এর মধ্যে ১৫জন পুরুষ ও তিনজন নারী রয়েছেন ৷ অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দিন ছাড়াও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জসিম উদ্দিন, গাজীপুর জেলা আসনার কমান্ডেন্ট ড. মো. সাইদুর রহমানসহ বাহিনীর উর্ধবতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ৷
প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের উদ্দেশ্যে বলেন, এ বছরের শুরুতে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য মহাপরিচালকের নেতৃত্বে সড়ক ও রেললাইনে ২০ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছিল ৷ এ সদস্যরা তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছে ৷ এ দায়িত্ব পালন করতে গিয়ে ১৯ জন সদস্য শহীদ ও অর্ধ-শতাধিক আহত হয়েছেন৷ তাদের এ আত্মত্যাগ দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত ৷
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ব্যাটালিয়ান আনসারদের স্থায়ীকরণের সময় সীমা ৯ হতে ৬ বছরে নামিয়ে আনা হয়েছে ৷ সাধারণ আনসারদের চাকরির মাঝে বিরতিকালীন সময় ২ বছর হতে কমিয়ে ৬ মাসে আনা হয়েছে ৷ তাছাড়া নারী টিআই ও নারী আনসারদের স্থায়ীকরণ করা হয়েছে ৷
তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাই নয়, মানব সম্পদ উন্নয়ন তথা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ বাহিনীর ভূমিকা অপরিসীম ৷ আপলোড : ১২ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮. ৫৭ মিঃ