বুধবার ● ১ জুন ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » আম ভর্তি ট্রাক বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
আম ভর্তি ট্রাক বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৮ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.২৬মিঃ) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বংশাই ব্রীজে ১ জুন বুধবার ভোর রাতে আম ভর্তি একটি ট্রাক বিকল হওয়ার পর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে৷ সকাল সাড়ে ৭টার দিকেও ঘটনাস্থলের উভয় দিকে প্রায় ১৫কিলোমিটার যানজট চলছিল ৷ এতে পরিবহনের যাত্রীসহ অফিস ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা পড়েন ভোগান্তিতে৷ তাদের অনেকেই পায়ে হেটে ওই এলাকা অতিক্রমের চেষ্টা করছেন ৷
কোনাবাড়ির সালনা হাইওয়ে থানার ওসি আবু দাউদ খান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী আম ভর্তি একটি ট্রাক বিকল হয়ে পড়ে৷ বুধবার সকাল সাড়ে ৫টার দিকে ওই ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নিলেও রাস্তায় গাড়ির চাপ বেড়ে যায়৷ সকাল পৌণে ৮টার দিকেও কালিয়াকৈর উপজেলার মৌচাক থেকে চন্দ্রা এলাকা পযন্ত ওই অবস্থা বিরাজ করছিল৷
সকাল পৌণে ৮টার টার দিকে ধীরে ধীরে যান চলাচল শুরু হয় বলেও জানান তিনি৷