বুধবার ● ১ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » পুলিশের লাথিতে নার্সের গর্ভের সন্তানের মৃত্যু
পুলিশের লাথিতে নার্সের গর্ভের সন্তানের মৃত্যু
ঢাকা প্রতিনিধি :: (১৮ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় ১১.০০মিঃ) বিপিএসসি’র মাধ্যমে নার্স নিয়োগ বাতিল এবং জেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাসভন ঘেরাও করে বিক্ষোভকালে বেকার নার্সদের উপর বেপরোয়া লাঠিচার্জ করেছে পুলিশ।
পুলিশের লাঠির আঘাতে সালমা আক্তার (২৭) নামে তিন মাসের গর্ভবতী নার্সের সন্তানের মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়াও লাঠিচার্জে আহত শতাধিক বেকার নার্সকে রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ জুন বুধবার রাত সাড়ে ৮ টার দিকে স্বাস্থ্যমন্ত্রীর বাসার সামনে লাঠিচার্জের ঘটনা ঘটে।