শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » ধর্ম » ফুসে উঠেছে বিশ্বনাথের ধর্মপ্রাণ মুসল্লিরা
ফুসে উঠেছে বিশ্বনাথের ধর্মপ্রাণ মুসল্লিরা
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: ১৭ সেপ্টেম্বর :
ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছে আরেক যুবক ৷ ফলে আবারো উত্তাল হয়ে উঠেছে সিলেটের বিশ্বনাথের সিংগেরকাছ এলাকা ৷ প্রতিবাদে এলাকার তরুণ সমাজ বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে ও সভা করেছে ৷
আনহার আলীর সভাপতিত্বে ও নূর হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, কাজী আবু বক্কর মো. খোকন, আবদুল্লাহ আল মাসুদ, রফিকুল ইসলাম, হাফিজ আজাদ, আবুল খয়ের, জামাল আহমদ ৷ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফয়ছল খান, সুজন আহমদ, আল-আমিন, রুহেল মিয়া আকমল আলী, মোস্তফা, শাহেল আহমদ, সুরত আলী, শামিম মিয়া, শেখ, সালেহ আহমদ, হাফিজ আহমদ, মোজাহিদ আলী, আনোয়ার মিয়া, আবু হেনা, রাজিব, জুয়েল, আল আমিন, আবদুল গনি, হাফিজ, আজাদ, আবদুল্লাহ আল মামুন, মারুফ আহমদ, ইসলাম উদ্দিন, সাকিল মিয়া, ওলিদ আহমদ, হোসেন, রায়হান মিয়া, লোকমান, নুরুল, আলামিন,এমরান আহমদ প্রমূখ ৷
জানা গেছে, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দোয়ার বাজার ইউনিয়নের খাগহাটা গ্রামের ওমান প্রবাসী তারেক জামান নামের এক যুবক সমপ্রতি রাসুল (সাঃ) সম্পর্কে ফেসবুকে কটুক্তি করায় ফুঁসে উঠেন এলাকার ধর্মপ্রাণ মানুষ ৷
এঘটনার রেশ কাটতে না কাটতেই একই এলাকার তানভির ইলিয়াস নামের লন্ডন প্রবাসী আরেক যুবক ধর্ম নিয়ে এবার আপত্তিকর মন্তব্য করেছে ৷ তানভির বুরাইয়া চিছরাওলী গ্রামের বজলুর রহমান এর ছেলে বলে জানা গেছে ৷ সে গত ১১ সেপ্টেম্বর ‘তানভীর ইলিয়াস’ নামক তার ফেইসবুক আইডিতে ধর্ম নিয়ে এই আপত্তিকর মন্তব্য করে ৷ ফলে আবারো ফুঁসে উঠেছেন এলাকাবাসী ৷