শুক্রবার ● ৩ জুন ২০১৬
প্রথম পাতা » জাতীয় » ৫ জুন প্রথমবারের মতো বিজিবি’তে ৯৭ নারী সদস্য যোগ দিচ্ছে
৫ জুন প্রথমবারের মতো বিজিবি’তে ৯৭ নারী সদস্য যোগ দিচ্ছে

অনলাইন ডেস্ক :: আগামী ৫ জুন প্রথমবারের মতো বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ৯৭ জন নারী সদস্য যোগ দিতে যাচ্ছেন।
বৃহস্পতিবার রাজধানীর পিলখানায় বিজিবি সদরদফতরের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। চলতি বছরে বিজিবির সার্বিক কর্মকাণ্ড ও সাফল্য তুলে ধরতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
বিজিবির মহাপরিচালক বলেন, ‘প্রাথমিক পর্যায়ে যেসব এলাকায় নারীরা চোরাচালানে যুক্ত হয়, যেমন: টেকনাফ, বেনাপোল, এসব জায়গায় ১৫ জন করে এসব নারী সদস্যকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া বিজিবির পাঁচটি হাসপাতালে তাদের নিয়োগ দেওয়া হবে।’
শিগগিরই পিলখানায়ও নারী সদস্যদের দায়িত্ব পালন করতে দেখতে পাওয়া যাবে জানিয়ে আজিজ আহমেদ আরও বলেন, ‘ইতোমধ্যে আরও ১০০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। জুলাই থেকে তাদের প্রশিক্ষণ শুরু হবে।’
বিজিবি মহাপরিচালক আরও জানান, প্রথম দফায় ১০০ জন নারী সদস্যকে নিয়োগ দেওয়া হলেও তাদের মধ্যে তিনজন প্রশিক্ষণ শেষ করতে পারেননি। সূত্র : সমকাল





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর