সোমবার ● ১২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞপ্তি » রাঙামাটি বিশ্ববিদ্যালয়ে কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল
রাঙামাটি বিশ্ববিদ্যালয়ে কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল
গত শনিবার রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্দ্যেগে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরষ্কার “চ্যাম্পিয়নস অফ দ্যা আর্থ” এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনন্য অবদানের জন্য “আইসিটি টেকসই উন্নয়ন” পুরষ্কার অর্জন করায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ৷ উক্ত আনন্দ মিছিলটি কলেজ প্রাঙ্গন থেকে শুরু করে কলেজ গেইট হয়ে উপজেলা পরিষদ কার্যালয়ের মোড় হতে ঘুরে পুনরায় কলেজে প্রাঙ্গনে এসে শেষ হয় ৷
আনন্দ মিছিল ও মিছিল পরবর্তী সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম রাশেদ, আরো উপস্থিত ছিলেন, রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক রাসেল বনিক, সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক নুর আলম, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, তাছাড়া উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ৷
মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল আলম রাশেদ, কলেজ ছাত্রলীগের ছাত্রনেতা আব্দুল মান্নান, হাসান মুরাদ, নজরম্নল ইসলাম, মেজবা উদ্দীন, আলাউদ্দিন টুটুল ৷ রাঙামাটি কলেজ ছাত্রলীগের সভাপতি সুলতান মাহম্মুদ বাপ্পা এবং অনুষ্ঠান সঞ্চালন করেন আহম্মেদ ইমতিয়াজ রিয়াদ ৷
আনন্দ মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা, ৬ অক্টোবর মঙ্গলবার জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরষ্কার “চ্যাম্পিয়নস অফ দ্যা আর্থ” এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনন্য অবদানের জন্য “আইসিটি টেকসই উন্নয়ন” পুরষ্কার অর্জন করায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানান ৷
তাছাড়া বক্তব্যের এক পর্যায়ে রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা সমাবেশে তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য ৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারে বাংলাদেশকে উন্নতির শিখরে পেঁছে নিতে ৷ সুতরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলে আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে ৷ তিনি পাশাপাশি রাঙামাটি ২৯৯ আসনের সাংসদ উষাতন তালুকদারের সমালোচনা করে বলেন, রাঙামাটিতে বর্তমান সংসদ সদস্য উষাতন তালুকদার ৫ই জানুয়ারীতে সাধারণ মানুষের ভোটের অধিকার অস্ত্রের সাহায্যে কেড়ে নিয়ে নির্বাচিত হয়েও রাঙামাটির সাধারণ ছাত্রসমাজের জন্য কোন রকম ভূমিকা পালন করেনি ৷ তিনি বলেন এটি উষাতন তালুকদারের ব্যর্থতা বলে মনে করেন সাধারণ জনগণ ও সাধারণ ছাত্র-ছাত্রী ৷
আব্দুল জব্বার সুজন আরো বলেন, রাঙামাটি জেলার ক্ষমতাসীন আওয়ামীলীগের সভাপতি জননেতা দীপংকর তালুদার-ই, একমাত্র সাধারণ ছাত্র-ছাত্রীর পাশে এসে সব-সময় দাঁড়ান ৷ পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলায় ছাত্রসমাজের জন্য জননেতা দীপংকর তালুদারের কোন বিকল্প নেই বলে তিনি মনে করেন ৷
উক্ত আনন্দ মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সুলতান মাহম্মুদ বাপ্পা ও সমাবেশ সঞ্চালন করেন আহম্মেদ ইমতিয়াজ রিয়াদ ৷ (প্রেস বিজ্ঞপ্তি)আপলোড : ১২ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯. ১৭ মিঃ