শুক্রবার ● ৩ জুন ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রচন্ড তাপদাহে অতিষ্ট বিশ্বনাথবাসী
প্রচন্ড তাপদাহে অতিষ্ট বিশ্বনাথবাসী
মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (২০ জ্যৈষ্ঠ ১৪২৩ : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০মিঃ) সিলেটের বিশ্বনাথে গত দুইদিনের প্রচন্ড গরমে দুর্বিষহ হয়ে উঠেছে উপজেলার সাধারণ মানুষ ৷ এতে শিশুরা ছাড়াও গরমে সবচেয়ে বেশি কাবু হয়ে পড়ছেন বৃদ্ধরা ৷ তীব্র তাপদাহের কারণে দিনের বেলায় লোকজনের চলাচল অন্য সময়ের চেয়ে অনেকটাই কম ৷ গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরের লোকজনের উপস্থিত ছিল অনেক কম৷ তবে জরুরী কাজ ছাড়া লোকজন বাসা-বাড়ি থেকে বের হতে দেখা যায়নি ৷ প্রচন্ড গরমে ফলে শিশুরা আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে৷ এরই বিদু্যত্ আসা-যাওয়া রয়েছে৷ এলাকায় পথচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গরমে ঘরে-বাইরে কোথাও স্বতি্ব নেই ৷ অতিষ্ট গরমে জন-জীবন বিপর্যনত্ম হয়ে পড়েছে৷ শ্রমজীবী মানুষ বাইরে বের হলেই অতিরিক্ত ঘামে ক্লানত্ম হয়ে পড়েছেন৷ ক্লানত্মি দূর করতে কেউ পান করছেন ডাবের পানি, কেউবা খাচ্ছেন শসা৷ তাই প্রচন্ড গরমে, আনারস, ঠান্ডা পানি আর ডাবের বিক্রি বেড়ে গেছে৷ লাচ্ছি জুস আর কোমল পানীয়ের ব্যবসাও বেশ জমজমাট৷ উপজেলা সদরের ফুটপাতে খোলা জায়গায় ঠান্ডা পানি, আনারস,ডাব বিক্রি করছেন ব্যবসায়ীরা৷ প্রচন্ড গরমের ফলে দিনমজুর মানুষকে পুহাতে হচ্ছে চরম দূর্ভোগ ৷
রিকশা চালক আবুল মিয়া বলেন, আজ গতকাল (বৃহস্পতিবার) সকাল থেকে প্রচন্ড গরমে পড়েছে ৷ ফলে যাত্রীর সংখ্যা অন্যান্য দিনের চেয়ে অনেক কম ৷
শ্রমজীবি কবির মিয়া বলেন, কাজের সন্ধানে বাড়ি থেকে বের হই ৷ কিন্তু যে গরম পড়ছে তাতে কাজ করার কোনো ভাবে সম্ভব নয় ৷
আনারস বিক্রেতা কবির আহমদ বলেন, প্রচুর আনারস বিক্রি হচ্ছে ৷ গরম পড়লে আনারস বিক্রি বেড়ে যায় ৷
স্থানীয় চিকিত্সক শিবলী খান বলেন, সুস্থ থাকতে হলে রাস্তার ধারে ফুটপাতে খোলা জায়গায় বিক্রি করা তরমুজ, শসা,আনারস,লেবুর শরবতসহ এসব খাবার এড়িয়ে চলার পরার্মশ দেন ৷ গরমে বাইরের খাবার খাওয়া একেবারেই উচিত নয় ৷ গরমে সবাইকে প্রচুর পানি পানের পরামর্শ দেন ৷ ঘরের পরিবেশ যতটা সম্ভব ঠান্ডা রাখা গেলে ডায়রিয়া ও শ্বাসজনিত রোগে আক্রান্ত হওয়ার আশস্কা কম থাকবে বলে তিনি জানান ৷