শুক্রবার ● ৩ জুন ২০১৬
প্রথম পাতা » নাটোর » বাইসাইকেলে দেশ ভ্রমণকারী আজিজ এখন বড়াইগ্রামে
বাইসাইকেলে দেশ ভ্রমণকারী আজিজ এখন বড়াইগ্রামে
নাটোর প্রতিনিধি :: (২০ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৫০মিঃ)
বিশ্ব সবুজায়নের স্বপ্নে ‘গাছ লাগান, দেশ বাঁচান, পরিবেশ রক্ষা করুন’ শ্লোগানে বাইসাইকেলে দেশ ভ্রমণে বেরিয়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার আব্দুল আজিজ মাতব্বর ৷ শুক্রবার এ সফরে তিনি নাটোরের বড়াইগ্রামে আসেন ৷ এ সময় তিনি বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ৷ বুধবার ফতুল্লার ধর্মগঞ্জ থেকে একা বাইসাইকেলে রাজশাহী বিভাগ ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন আজিজ ৷ আজিজ ধর্মগঞ্জের উজিড় আলীর ছেলে ৷ তিনি মাত্র ৯ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে ধর্মগঞ্জ শাহীন কোল্ড ষ্টোর এলাকায় সামান্য মোবাইল রিচার্জের ব্যবসা করেন৷ ব্যাক্তি জীবনে অবিবাহিত আব্দুল আজিজ তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ৷ স্বল্প শিক্ষিত আর স্বল্প আয় হলেও আজিজ স্বপ্ন দেখেন সবুজ পৃথিবীর ৷ যেখানে থাকবে সবুজে ঘেরা মুক্ত হাওয়ার নির্মল পরিবেশ ৷ বিশুদ্ধ বাতাস আর ছায়া ঘেরা সবুজ পরিবেশ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এ আশায় সাইকেলে দেশ ভ্রমণের সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি নিজ উদ্যোগে ফলদ, বনজ ও ঔষধী গাছ রোপণ করে চলেছেন ৷ এর আগে একই দাবীতে তিনি গত বছরের আগষ্ট মাসে চট্টগ্রাম বিভাগের কঙ্বাজার জেলার টেকনাফ পর্যন্ত সাইকেল ভ্রমণ করেন ৷ সামান্য মোবাইল রিচার্জের দোকানের আয়ের সবটুকুই তিনি খরচ করছেন তার এ স্বপ্নের পেছনে ৷ দেশের সবগুলো বিভাগ ভ্রমণ শেষে সবুজ বিশ্বায়নের শ্লোগানকে বিশ্বময় ছড়িয়ে দিতে বাই সাইকেলে সৌদি আরব ভ্রমণের ইচ্ছা আছে তার ৷