শুক্রবার ● ৩ জুন ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে স্কুল ছাত্রী শামিমাকে বাচাঁতে সাহায্যের প্রয়োজন
বিশ্বনাথে স্কুল ছাত্রী শামিমাকে বাচাঁতে সাহায্যের প্রয়োজন
মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: অর্থের অভাবে এক স্কুল ছাত্রীর চিকিত্সা করাতে পারছেন না পরিবার৷ মেয়ের চিকিত্সায় সবকিছু ব্যয় করে অসহায় হয়ে পড়েছে ওই স্কুল ছাত্রীর পরিবার৷ বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের এসএ খান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী শামিমা বেগম (১৩)৷ তার পিতা উপজেলার খাজাঞ্চীগাঁও গ্রামের কৃষক কামালউদ্দিন উরফে জবান আলী৷ মেধাবী ছাত্রী শামিমার স্বপ্ন ছিল সে লেখাপড়া করে উচ্চ শিক্ষা অর্জন করবে৷ কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়াতো দূরের কথা এখন সুস্থ ও সুন্দরভাবে জীবন-যাপন করাটাই তার কাছে আরেকটি স্বপ্ন হয়ে দাড়িয়েছে৷
প্রায় ৬ বছর আগে শামিমা যখন স্কুলে ভর্তি হয় তখন থেকেই সে ধীরে ধীরে অসুস্থ হতে থাকে৷ এক পর্যায়ে সে খাওয়া দাওয়া ছেড়ে দেয়৷ মেয়ের অসুস্থতা দেখে হতদরিদ্র কৃষক জবান আলী সহায় সম্পত্তি অনেকটা বিক্রি করে মেয়ের চিকিত্সায় চেষ্টা চালান৷ পর্যায়ক্রমে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অব.) ডা. আমিনুর রহমান লস্কর এর তত্বাবধানে চিকিত্সা শুরম্ন হয়৷ তিনি অনেক পরীক্ষা-নীরীক্ষার পর জানান, শামিমার হার্ডের পর্দায় একটি ছিদ্র রয়েছে৷ তাই তাকে বাঁচাতে উন্নত চিকিত্সার প্রয়োজন৷ যত তাড়াতাড়ি সম্ভব শামিমাকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সষ্টিটিউট অথবা মিরপুর হার্ড ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করে জরম্নরী ভিত্তিতে অপারেশনের ব্যবস্থা গ্রহনের জন্য পরামর্শ প্রদান করেন৷ কিন্তু ব্যায় বহুল এই চিকিত্সা করাতে আরো প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন৷ এই টাকা শামিমার পরিবারের পক্ষে ব্যবস্থা করা কোন অবস্থাতেই সম্ভব হচ্ছে না৷ বর্তমানে শামিমার শারীরীক অবস্থা আশংকাজনক৷
শামিমার পিতা কামালউদ্দিন উরফে জবান আলী জানান, স্ত্রী, ২ ছেলে ও মেয়েকে নিয়ে তার পরিবার৷ তিনি কৃষি কাজ করে পরিবারের সদস্যদের নিয়ে জিবীকা নির্বাহ করে আসছেন৷ দীর্ঘ ৬ বছর ধরে তার মেয়ে শামিমা অসুস্থ৷ মেয়ের চিকিত্সার্থে যা কিছু ছিল তা বিক্রি করে ফেলেছেন ইতিমধ্যে৷ বর্তমানে একমাত্র ৮শতক ভিটে ছাড়া আর কিছুই নেই তার৷ মেয়েকে বাঁচাতে প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন৷ কিন্তু কিছুতেই এই টাকা তার পক্ষে ব্যবস্থা করা সম্ভব নয়৷ তাই শামিমাকে বাঁচাতে বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেন তিনি৷ যোগাযোগের জন্য শামিমার পিতার মোবাইল নম্বার- ০১৭২৮৮১৫৯৮২, কৃষি একাউন্ট নম্বর ৩৪১৭, ইসলামী ব্যাংক লি:, বিশ্বনাথ শাখা৷