শনিবার ● ৪ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে পিটিয়েছে বখাটেরা
কালীগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে পিটিয়েছে বখাটেরা
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক স্কুল শিক্ষককে পিটিয়েছে বখাটেরা৷ আহত ওই শিক্ষককে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷
এ ঘটনার প্রতিবাদে ৩ জুন বৃহস্পতিবার শিক্ষার্থীরা প্রায় তিন ঘন্টা কালীগঞ্জ-কাপাসিয়া সড়ক অবরোধ ও মানববন্ধন করে৷ আহতের নাম জায়েদ মোল্লা৷ তিনি কালীগঞ্জ উপজেলার বক্তারপুর মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক৷
শিক্ষার্থী ও এলাকাবাসি জানায়, দীর্ঘদিন ধরে স্কুলে আসা যাওয়ার পথে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর মডেল হাই স্কুলের ছাত্রীদের উত্যাক্ত করে আসছিল স্থানীয় আলামিন মোড়ল, সাইফুল ইসলাম দর্জি, নাহিদ দর্জি, মুন্না ভুইয়া, বিপুল, শামীমসহ কয়েক বখাটে যুবক৷ ওই স্কুলের শিক্ষকরা এর প্রতিবাদ করলে যুবকরা শিক্ষকদের উপর ক্ষিপ্ত হয়৷ এর জের ধরে বুধবার দিবাগত রাতে প্রধান শিক্ষকের বাড়ি যাওয়ার পথে স্কুলের সহকারী শিক্ষক জায়েদ মোল্লাকে বক্তারপুর উত্তরপাড়া কালভার্ট এলাকায় বেধড়ক পেটায় ওই বখাটেরা৷ আহত শিক্ষকের চিত্কারে এলাকাবাসি এগিয়ে এলে যুবকরা শিক্ষককে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়৷ পরে আহত শিক্ষককে স্থানীয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়৷ এ ঘটনার প্রতিবাদে স্কুলের বিক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়রা বৃহস্পতিবার কালীগঞ্জ-কাপাসিয়া সড়ক অবরোধ ও মানববন্ধন করে৷ এসময় তারা বখাটেদের গ্রেফতার ও শাস্তির দাবী জানায়৷ পরে কালীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি ও পুলিশ ঘটনাস্থলে এসে বখাটেদের গ্রেফতারের আশ্বস্ত করলে প্রায় তিন ঘন্টা পর সড়কের অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা৷
এ ব্যাপারে শর্মিলী দাস মিলি জানান, স্কুলের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান পলাশ বাদী হয়ে ওই ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ অভিযুক্তদের বিরুদ্ধে এলাকাবাসি ও প্রশাসনের যৌথ সহযোগিতায় ব্যাবস্থা নেয়া হচ্ছে৷