শনিবার ● ৪ জুন ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য জমির দলিল হস্তান্তর
বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য জমির দলিল হস্তান্তর
ঝিনাইদহ প্রতিনিধি :: শুক্রবার বিকালে ঝিনাইদহের পৌর কমিউনিটি ডাঃ কে.আহম্মদ সেন্টারে মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ১২ শতক জমির দলিল অনুদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
জাহেদী ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদী মহুল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মত্স্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি৷ ইউনূস আলীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ আব্দুল ওয়াহেদ জোয়াদ্দার ৷
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ আমিনুর রহমান টুকু ,কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, চেম্বার অব কমার্সের সভাপতি মীর নাসির উদ্দীন ,বিশিষ্ট ব্যবসায়ী হিলু মিয়া,ইউনুস আলী ও সবুজ প্রমূখ ৷
আলোচনা অনুষ্ঠান শেষে ঝিনাইদহে মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ১২ শতক জমির দলিল জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার এর নিকট অনুদান করেন জাহেদী ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদী মহুল৷ এবং অনুষ্ঠানের সভাপতি বলেন, এই জমির উপর ৫তলা সম্পন্ন করে দেওয়া হবে৷