শনিবার ● ৪ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাদক ব্যবসায়ী গ্রেফতার
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপরের মনিপুর এলাকা থেকে ইয়াবাসহ মোঃ জাকির হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব৷ সে গাজীপুর সদর উপজেলার মনিপুর বাজার এলাকার মৃত কদম আলীর ছেলে৷র্যাব সূত্রে জানা গেছে, ৩ জুন বৃহস্পতিবার র্যাব-১ এর স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বে গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় অভিযান পরিচালনা করেন৷ অভিযানকালে মোঃ জাকির হোসেনের কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবেলেটসহ মাদক বিক্রির নগদ ৩ হাজার ৮৮৫ টাকা উদ্ধার করা হয়৷ আসামীকে জয়দেবপুর থানায় হন্তান্তর করা হয়েছে৷