শনিবার ● ৪ জুন ২০১৬
প্রথম পাতা » খেলা » ৯২২ কোটি টাকা ২০১৬-১৭ অর্থ বছরের যুব ও ক্রীড়া খাতে
৯২২ কোটি টাকা ২০১৬-১৭ অর্থ বছরের যুব ও ক্রীড়া খাতে
ক্রীড়া প্রতিবেদক :: বাজেট বেড়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ৯২২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ২৮৮ কোটি টাকা ব্যয় হবে উন্নয়ন এবং ৬৩৪ কোটি টাকা ব্যয় হবে অনুন্নয়ন খাতে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য গতবারের বাজেট ছিল ৮৩৪ কোটি টাকা। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৯২২ কোটি টাকাতে।
বাজেটের পরিমাণ বেড়েছে ৮৮ কোটি টাকা। ক্রীড়া প্রশিক্ষণ কার্যক্রমের জন্য ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে সরকার।
২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ক্রীড়াখাতে অবকাঠামোগত উন্নয়ন গুরুত্ব পেয়েছে একাদিক স্টেডিয়াম উন্নয়ন, নতুন স্টেডিয়াম নির্মাণ ও সুইমিং পুল নির্মাণের উদ্যোগ।
তবে এবার জাতীয় ক্রীড়া পরিষদের বরাদ্দ কমানো হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের ব্যয় ২০১৫-১৬ অর্থ বছরে ছিল ১১৭ কোটি ১৭ লাখ টাকা। এবারে তা কমে নেমে এসেছে ৮১ কোটি ৮২ লাখ টাকায়।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি)-এর জন্য বরাদ্দ বেড়েছে। উন্নয়ন খাতে ২০১৫-১৬ অর্থ বছরে বিকেএসপির জন্য বরাদ্দ ছিল ৪১ কোটি ৬৬ লাখ টাকা, সেটি বেড়ে এবার ৭২ কোটি ৬৪ লাখ টাকায় দাঁড়িয়েছে। উন্নয়ন খাতে গত অর্থবছরে বাজেট ছিল ১৫৮ কোটি ৮৩ লাখ টাকা। এবার তা বেড়ে ১৫৪ কোটি ৪৬ লাখ টাকায় পৌঁছেছে।
যেসব নতুন প্রকল্প নতুন অর্থ বছরের বাজেটে অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো হলো: নীলফামারী, নেত্রকোনা জেলা স্টেডিয়াম উন্নয়ন ও রংপুরে মহিলা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ (২১ কোটি ও ৪৫ কোটি টাকার প্রকল্প), কিশোরগরেঞ্জ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম উন্নয়ন (১৩ কোটি ৪৬ লাখ টাকা), ভৈরবে আইভি রহমান স্টেডিয়াম নির্মাণ (৯ কোটি ১৮ লাখ টাকা), নাটোর ও গাইবান্ধায় ইনডোর স্টেডিয়াম নির্মাণ (৬ কোটি ৬৩ লাখ টাকা), কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম উন্নয়ন ও সুইমিং পুল নির্মাণ (১৬ কোটি টাকা), চট্টগ্রাম বিভাগীয় সদর সুইমিং পুল নির্মাণ (১১ কোটি ৩৫ লাখ টাকা), সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ (১৬ কোটি ২২ লাখ টাকা), দেশের বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো সংস্কার ও উন্নয়ন (৪৩ কোটি ৭৩ লাখ টাকা)।