সোমবার ● ১২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » এএসআই সুজাউল ইসলাম হত্যাকান্ডে আসামীদের ৫দিনের রিমান্ড
এএসআই সুজাউল ইসলাম হত্যাকান্ডে আসামীদের ৫দিনের রিমান্ড
পাবনা থেকে মোবারক বিশ্বাস :: পাবনা পাকশি পুলিশ ফাঁড়ির এএসআই সুজাউল ইসলাম হত্যা মামলার ৪ আসামী প্রত্যেককে ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ৷ আজ দুপরে পাবনা আমলী আদালত ২এর বিচারক রেজাউল করিমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইসলাম আসামীদের হাজির করে ১০দিনের রিমান্ড চাইলে আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন ৷
গত ৪ অক্টোবর সন্ধায় এএসআই সুজাউল ইসলামকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় অজ্ঞাত সন্ত্রাসীরা ৷ এরপর সারারাত নিখোঁজ থাকার পর ৫ অক্টোবর সকালে পাকশি ষ্টেশনের পাশে একটি হলুদ ক্ষেতের মধ্যে সুজাউলের হাত, পা গলায় রশি পেঁচানো লাশ উদ্ধার করা হয় ৷ এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে পাকশি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ রেজাউল করিম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন ৷ এরপর পুলিশ অভিযান চালিয়ে ৪ আসামীকে গ্রেফতার করেন ৷ গ্রেফতারকৃতদের গত বৃহস্পতিবার আদালতে হাজির করে রিমান্ড চাইলে আদালত রবিবার রিমান্ড শুনানীর দিন ধার্য্য করেন এবং ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন ৷ এদিকে রিমান্ডের বিরোধীতা করে আসামীদের পক্ষে জেরা করেন এডভোকেট তৌফিক ইমাম ৷ গ্রেফতারকৃতরা হলেন, খোকন(৩৩), জনি প্রাং(২৫), মাসুদ রানা(২৩) ও রাজিব হোসেন সেতু(২৫)৷ আপলোড : ১২ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯. ৫৪ মিঃ