শনিবার ● ৪ জুন ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানের ৩ ইউপি’তে চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থীরা জয়ী
বান্দরবানের ৩ ইউপি’তে চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থীরা জয়ী
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান জেলা প্রতিনিধি :: (২১ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৩০মিঃ) বান্দরবানের উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে ৪জুন শনিবার রাতে বেসরকারি ভাবে ঘোষিত ফলাফলে বান্দরবান জেলার আলীকদম উপজেলার নবগঠিত একটিসহ ২টি ইউনিয়ন এবং বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ফলাফল জানা গেছে রাত সাড়ে ৯টায় ৷ অপর ২টি ইউপি’র ফলাফল পেতে সময় লাগবে রোববার সকাল পর্যন্ত ৷ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, আলীকদম সদরে বর্তমান চেয়ারম্যান আ’লীগের জামাল উদ্দিন, নবগঠিত নয়াপাড়ায় আ’লীগের পুগ্য মারমা এবং বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিযনে আ’লীগের বর্তমান চেয়ারম্যান সানু প্রু মারমা ৷
কুরুপপাতা এবং চৈক্ষম ইউনিয়নের ফলাফল রাত সাড়ে ৯টা পর্যন্ত পাওয়া যায়নি ৷ এ ২টি ইউনিয়নের ৫টি দুর্গম কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার হয়েছে নির্বাচনী কাজে ৷ রোববার সকালেই এ ২টি ইউপির ফলাফল পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা ৷
বান্দরবানে ভোট গণনার সময় আলীকদমে পুলিশের পিটুনিতে
সদস্য প্রার্থীসহ ৩জন গুরুতর আহত
বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষম ইউনিয়নে শনিবার বিকেলে ভোটগ্রহণ শেষে গণনার সময় অপ্রীতিকর ঘটনার সময় পুলিশের পিটুনিতে রেফারপাড়া কেন্দ্রে ৩নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মনজুরুল আলম বুলু এবং অপর ২জন বিএনপি সমর্থক গুরুতর আহত হয়েছেন ৷ আহতদের পাশের চকরিয়া উপজেলা হাসপাতালে চিকিত্সার জন্যে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে ৷