রবিবার ● ৫ জুন ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে ইউপি নির্বাচনে আ’লীগের জয় জয়কার
আলীকদমে ইউপি নির্বাচনে আ’লীগের জয় জয়কার
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২২ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১২.৩০মিঃ) বান্দরবানের আলীকদমে বিএনপির ভরাডুবি আর আওয়ামীলীগের জয় জয়কারের দিয়েই শেষ হল চারটি ইউনিয়নের নির্বাচন ৷ শনিবার ৪ জুন প্রশাসনের কড়া নিরাপত্তায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয় ৷ তবে সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত একটানা শান্তিপূর্ণ ভোট গ্রহন হলেও তিনটার পর থেকে কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে৷ তবে এসব বিচ্ছিন্ন ঘটনা ভোট গ্রহন ও ভোটারদের মাঝে কোন প্রভাব ফেলতে পারেনি৷ শান্তিপূর্ণভাবে শুরু হয়েও শেষ পর্যন্ত শান্তি বজায় না থাকায় ভোটাদের মধ্যে অনেকেই ক্ষুব্দ হয়েছেন৷ অনুষ্ঠিত চার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২টিতে বেসরকারিভাবে পাওয়া ফলাফলে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন৷ অন্য দুইটিতেও আওয়ামীলীগ প্রার্থীরা এগিয়ে রয়েছে বলে জানা গেছে৷ কুরুকপাতা ইউনিয়নটি পাহাড়ি এলাকা ও দুর্গম হওয়ায় সেটির ফলাফল পেতে দেরী হয়,এখানেও আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থী জয়ের খবর পাওয়া গেছে। বেসরকারি ফলাফলে ১নং আলীকদম ইউনিয়নে জামাল উদ্দিন (নৌকা, প্রাপ্ত ভোট ২৮২৮), ৩নং নয়াপাড়া ইউনিয়নে ফোগ্য মার্মা (নৌকা ১৫৯৩) বিজয়ী হয়েছেন৷ ১নং আলীকদম ইউনিয়নের প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোহাম্মদ ইউনুচ (ধানের শীষ, প্রাপ্ত ভোট ১৮১৪) ও ৩নং নয়াপাড়া ইউনিয়নে প্রতিদ্বন্ধি প্রার্থী জুলফিকার আলী ভূট্টো (ধানের শীষ ১১৮৬) ভোট পেয়েছেন৷ এছাড়া ২নং চৈক্ষং ইউনিয়নে ফেরদৌস রহমান (নৌকা) এগিয়ে রয়েছেন বলে জানা গেছে৷
এদিকে, বেলা সাড়ে তিনটার দিকে সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কেন্দ্রে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জামাল উদ্দিনের গাড়িতে প্রতিপক্ষ ধানের শীষ প্রতীকের প্রার্থীর ছোট ভাই ইলিয়াছ হামলা চালায় বলে অভিযোগ করেন আওয়ামীলীগ প্রার্থী জামাল উদ্দিন৷ এ সময় তার গাড়ির কাচ ভেঙ্গে যায় এবং তার ছেলেকে মারধর করা হয়৷ তবে হামলার কথা অস্বীকার করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইউনুচ৷
২নং চৈক্ষং ইউনিয়নের বাবু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ও সীল ছাড়া ব্যালট পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী জুলফিকার আলী ভূট্টো৷ এ নিয়ে তার সমর্থিত লোকজন বিক্ষোভ করেছে শনিবার সন্ধ্যায়৷
অপরদিকে, একই ইউনিয়নের মংচা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিক্ষুব্ধ লোকজন কেন্দ্র ঘেরাও করে রাখলে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷
২নং চৈক্ষং ইউনিয়নে মাংতাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলে প্রতিদ্বন্ধি প্রার্থীরা কেন্দ্রে গোলযোগ সৃষ্টি করলে রাত নয়টার সময় আইন-শৃঙ্খলার বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি বর্ষণ করে৷ এ সময় যাত্রীবাহি গাড়ি চলাচল সাময়িক বন্ধ হয়ে পড়ে৷ রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়৷ ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নাল আবেদীন অভিযোগ করেন, প্রতিদ্বন্ধি প্রার্থী জাল ভোট দিয়ে ভোটের পরিবেশ নষ্ট করেছেন৷
উপজেলা নির্বাচন কর্মকর্তা নববিন্দু নারায়ন চাকমা বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে ভোট সম্পন্ন হয়েছে৷
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন বলেন, যে সকল কেন্দ্রে গোলযোগ হয়েছে সেখানে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে৷