রবিবার ● ৫ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » চৌহালীতে প্রার্থীর মধ্যে সংঘর্ষ পুলিশের গুলিবর্ষণ : আহত ৩৫
চৌহালীতে প্রার্থীর মধ্যে সংঘর্ষ পুলিশের গুলিবর্ষণ : আহত ৩৫
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২২ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১২.৪০মিঃ) যমুনার দুর্ঘম চরাঞ্চল সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে হাট ঘোরজান ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে৷ এক পর্যায়ে সংঘর্ষ দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে৷ পরে ২৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন৷ এ ঘটনায় ১৯ গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছে ৷ শনিবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে৷ আহতদের মধ্যে গুলিবিদ্ধরা হলো, আওয়ামীলীগ সমর্থক রবি উদ্দিন (২৫), বাবু মিয়া (২৮),রেজাব (২৩), রাজিব হোসেন (২৬), রমজান আলী (৩৪), জেলহজ আলী (৩২), ইসমাঈল হোসেন (২৮), ইব্রাহিম হোসেন (১৮) ও আব্দুল হক (২৭) আহত হয়েছে ৷ এছাড়া বিএনপি সমর্থীত প্রার্থীর বাবা আরব আলী তালুকদার (৭৩), ছোট ভাই মিজান তালুকদার (৩৭), বাচ্ছু তালুকদার (৪৩), ফজলু তালুকদার (৫৩), শফি উদ্দিন(২৭), সেরাজুল ইসলাম (৪১), মুঞ্জু তালুকদার(৩৪), রফিকুল ইসলাম(৩৬), সাইফুল ইসলাম(২১) ও আরমান হোসেন (২৩)৷ এদেরকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম জানান, আওয়ামীলীগের লোকজন বিএনপি সমর্থিতদের কেন্দ্র থেকে জোরপুর্বক কেন্দ্র থেকে বের করে দেয়ার চেষ্টা করছিল ৷ এনিয়ে সংঘর্ষ বেঁধে যায় ৷ পরে এ সংঘর্ষ মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে৷
তবে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রমজান আলী জানান, বিএনপি প্রার্থীর কেন্দ্র দখলের চেষ্টা করছিল৷ এ সময় বাঁধা দিতে গেলে আওয়ামীলীগ সমর্থকদের সাথে সংঘর্ষ সংঘর্ষ৷ সংঘর্ষে অন্তত ১৩ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হন ৷ গুলিবিদ্ধদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম জানান, দু’মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌছে ২৬ রাউন্ড গুলিবর্ষণের পর পরিস্থিতি শান্ত হয় ৷
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তাও নির্বাচন সমন্বয়ক রেজাউল বারী জানান, সংঘর্ষের কারণে প্রায় ৩০ মিনিট কেন্দ্র বন্ধ ছিল ৷ পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, বিজিবি ও র্যাব সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের পর কেন্দ্রটি চালু করা হয় ৷ অপরদিকে, সলঙ্গার জগজীবনপুর কেন্দ্রে দুই চেয়ারম্যাবন প্রার্থীর সংঘর্ষে অন্তত ৫জন আহত হয়েছে ৷