রবিবার ● ৫ জুন ২০১৬
প্রথম পাতা » জাতীয় » নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে : সিইসি
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে : সিইসি
ঢাকা প্রতিনিধি :: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ দাবি করেছেন ছয়টি ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
তিনি বলেছেন, সামগ্রিকভাবে পরিস্থিতি উন্নতি হয়েছে। নির্বাচনে সহিংসতা এবং অনিয়ম প্রতিরোধে সমাজে সংস্কার আনতে হবে। এজন্য সামাজিক দায়িত্বও রয়েছে। আমরা সব ধাপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। তাই ৬ষ্ঠ ধাপের আগের রাতে সিল মারার ঘটনা একদমই ঘটেনি।
৬ষ্ঠ ধাপের ইউপি ভোট শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে ৪ জুন শনিবার সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
সিইসি আরো বলেন, আমাদের নিয়োজিত ম্যাজিস্ট্রেটরা আচরণ বিধিভঙ্গের দায়ে ৫০০ জনকে ১২ লাখ ৮৫ হাজার ৯শ টাকা জরিমানা করেছেন। এছাড়া অনিয়ম করায় পুলিশ সুপার (এসপি) ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ভোটগ্রহণ কর্মকর্তাদের বরখাস্ত করেছি।