সোমবার ● ১২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » খেলা » বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল ম্যাচ ও নৌকা-বাইচ প্রতিযোগিতা
বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল ম্যাচ ও নৌকা-বাইচ প্রতিযোগিতা
বরকল প্রতিনিধি :: বিএসএফ এর গোল্ডেন জুবলী ইয়ার-২০১৫ উদযাপন উপলক্ষ্যে ও দু’দেশের মধ্যে ভাতৃ প্রতীম সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ১৬৬ বিএসএফ ব্যাটালিয়নের আমন্ত্রণে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে সোমবার ১২ অক্টোবর ২০১৫ তারিখ ১১২২ ঘটিকা হতে ১২১৬ ঘটিকা পর্যন্ত শিল্কুপাড়া বিএসএফ ক্যাম্পে বিজিবি-বিএসএফ এর মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয় ৷
প্রীতি ভলিবল ম্যাচে বিজিবি ৩-০ সেটে জয়ী হয় ৷ এছাড়া দু’দেশের স্থানীয় জনসাধারণের মধ্যে কর্ণফুলী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৷ প্রতিযোগিতায় বাংলাদেশের ০৬টি নৌকা এবং ভারতের ০৪টি, প্রতি নৌকায় ০২ জন করে প্রতিযোগী অংশগ্রহণ করে ৷ উল্লেখিত নৌকা বাইচ প্রতিযোগিতায় বাংলাদেশের জনসাধারণের নৌকা ১ম ও ৩য় স্থান ও ভারতীয় জনসাধারণের নৌকা ২য় স্থান অর্জন করে ৷ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিএসএফ এর পক্ষে এসকে সিনহা, কমান্ড্যান্ট, ৯৯ বিএসএফ ব্যাটালিয়ন ও মুকেশ তিয়াগি, উপ-অধিনায়ক ৯৯ বিএসএফ সস্ত্রীক এবং কেবি প্রসাদ, ডেপুটি কমান্ড্যান্ট, শঙ্খলা, ডেপুটি কমান্ড্যান্ট, সুধীর কুমার, এসি, ১৬৬ বিএসএফ ব্যাটালিয়ন প্রমুখ বিএসএফ সদস্য উপস্থিত ছিলেন ৷
অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে লেঃ কর্ণেল মোঃ শাহাবুদ্দীন ফেরদৌস, অধিনায়ক, ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ক্যাপ্টেন রবিন আহমেদ, মেডিক্যাল অফিসার, ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ভারপ্রাপ্ত সুবেদার মেজর, কোম্পানী কমান্ডার থেগামুখ বিওপি এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন ৷ প্রতিযোগিতা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় ৷ নৌকা বাইচ প্রতিযোগিতায় উভয় দেশের স্থানীয় জনসাধারণ বিপুল উত্সাহের সাথে উপভোগ করেন ৷
আপলোড : ১২ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১. ২০ মিঃ